কারবালার রক্তাক্ত অক্ষরে লেখা এক অবিনশ্বর সত্য
লেখক : মোবাররম হায়দার
পাশেই বইছে ফোরাত নদী। পানির ঢেউ খেলছে নিরন্তর, বড় বড় ঢেউ যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে চায়। তবুও আজ, আশুরার এই দিনে, পানির এক বিন্দুও নেই ইমামের তাঁবুতে। ইমামের কারবালায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শত্রুপক্ষের প্রথম নির্দেশ—ফোরাতের …