তবুও ফিনিক্সেরা
লেখক : ড. অলকানন্দা গোস্বামী
সৌকর্ষের উচ্চতা ছেড়ে নামে অভিমুখ,
তীরচিহ্ন তারাচিহ্ন ছাড়িয়ে সারাৎসারের খোঁজে চলে অমাবস্যাঘন গ্যালাক্সিতে
কঠিনতর হয় ইন্দ্রধনুষের রঙবাহারের খেলা, ভিবজিওরের কেউ কি আড়ালে গেল অত্যুজ্জ্বল আলোর খেলায়?
শব্দিত হয়েছে শতাব্দির রুদালি
তবু গ্রন্থালোকে যাচিত মুক্তি দূরে …