ঈশ্বরীদের জন্মচিহ্ন
লেখক : শুভ্রকিশোর বিশ্বাস
এই বুঝি তার মনের মত দিন
দুয়ার এঁটে শব্দে পক্ষী আনে…
সাদা কালোয় আঁকে গুলিস্তান
ছায়ার ঘোমটা মুখের উপর টানে।
এই বুঝি মুখ বারুদ গন্ধ পায়
স্বাধীন ছিলো ঈশ্বরীদের পা।
কোথায় এখন জন্ম-কথা হবে?
ধর্ম বুঝি …
দীপায়ন – ২ ইভেন্ট
এই বুঝি তার মনের মত দিন
দুয়ার এঁটে শব্দে পক্ষী আনে…
সাদা কালোয় আঁকে গুলিস্তান
ছায়ার ঘোমটা মুখের উপর টানে।
এই বুঝি মুখ বারুদ গন্ধ পায়
স্বাধীন ছিলো ঈশ্বরীদের পা।
কোথায় এখন জন্ম-কথা হবে?
ধর্ম বুঝি …
সমস্ত লেখকদের জন্য সুসংবাদ। দীপায়ন ১ এর তুমুল সাফল্যের পর সববাংলায় লেখালিখি নিয়ে এসেছে – দীপায়ন ২ পুরস্কার। ‘লেখালিখি’র শুভানুধ্যায়ী প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর সন্তান অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করেছেন। পুরস্কার বাবদ নির্দিষ্ট অর্থমূল্য ছাড়াও লেখাটি সববাংলায় …