আমি কে
লেখক : আন্নী চৌধুরী
আমি কে?
আমি কি মানুষ নাকি অন্য কিছু
আমি যে দূর আকাশে গ্রহনক্ষত্র,
আমি ঊচ্ছ্বাস, আমি শান্ত, আমি অবিরাম ক্লান্ত,
আমি যে আমার আমি কে চিনতে নাহি জানি আমি যে নীহারিকা অগ্নি ধ্রুবতারা
আমি যে নিঃশব্দ …
আমি কে?
আমি কি মানুষ নাকি অন্য কিছু
আমি যে দূর আকাশে গ্রহনক্ষত্র,
আমি ঊচ্ছ্বাস, আমি শান্ত, আমি অবিরাম ক্লান্ত,
আমি যে আমার আমি কে চিনতে নাহি জানি আমি যে নীহারিকা অগ্নি ধ্রুবতারা
আমি যে নিঃশব্দ …
দুঃখের মাঠ এক সময় কাঠ হয়ে এলে
বটবৃক্ষের চূড়ায় আসে ফাল্গুন…
আর তুমি সরে যাও আমার থেকে আরও দুহাত!
তবু পথটুকু ফুরায়…
পড়ন্ত জোৎস্নার আলোয় শুয়ে থাকা
কয়েকটা পাণ্ডুলিপির অবশেষ
তখনও ডুব সাঁতার কাটে,
প্রেমপত্রে …
হে জীবন…!
এত খরচ করে শিখেছি কথা বলা।
মায়ের প্রসব বেদনা, আমার অর্থহীন কান্না পরিপূর্ণ হওয়া,
জীবনের হেরফেরে কেটে যাওয়া সময়। আর মৃত্যু এসে
বলে গেল – নীরবতাই যেন শেষ সত্য, বাকি সব বৃথা!
লেখক পরিচিতি …
যখন তারারা ঢেকে যায় নীল মেঘে
আমি সততাকে রাখি চোখের গভীরে,
দু’-একটা মনখোলা কুটির
থেকে যায় তবুও!
তাদের জন্য কেবল নির্দিষ্ট
গুটিসুটি গন্তব্য এবং কিছু লোকালয়
এদিকে ফোয়ারার বাইরে
তখনও দিনরাত্রি, সীমা ছাড়িয়ে যাওয়া বৃক্ষ ভাস্কর্য…
সেদিন অগ্নিঝরা সেই তপ্ত দুপুরের রুদ্র রৌদ্রতাপে পুড়ে
হারিয়ে গিয়েছিলাম বিষণ্ণতার তেপান্তরে।
অতঃপর অনুভূতির অগগন শতাব্দী ধরে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকেছিলাম,
মধ্যাহ্নের প্রখর তেজী অথচ নিঃসঙ্গতার নূরানীতে
নিজেকে আড়াল করে রাখা সূর্যদেবের পানে;
হয়ত আনমনে …
এক দমবন্ধ করা অবস্থায় জন্মদিন এল
আবার বেদনা বিষাদের সাথে চলেও গেল।
নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ
সবাই শুধু দেখে নিজের স্বার্থ
আপনজনদের কাছে আমি অনাহেতু
তারা আমায় গণ্য করে রাহু-কেতু
যা হয় আর কি …
আমায় তুমি একলা করে
করলে পাগল পারা,
শূন্য ভুবন শূন্য আমি
মা গো তুমি ছাড়া,
আমায় রেখে হলে মা গো
দূর আকাশের তারা।।
আদর স্নেহ কে দেবে মা
তোমার মত করে,
ভালবাসার আঁচল দিয়ে
কেউ …
এ মাটি বিশ্বে বিরল,
এ মাটি সোনার চাইতে দামী।
এ মাটি শহিদদের দান,
গড়া আছে সৌধের স্তম্ভ।
এ মাটি রক্তে তাজা,
এ মাটি আমাদের গর্ব।
এ মাটির বিপদে আমরা
তার বুকে ঝাঁপিয়ে পড়ব।
এ …
দেখ আমি-
পাহাড় টলাতে পারি
পাথর গলাতে পারি
অচল চলাতে পারি।
হাতিকে নড়াতে পারি
গাধাকে পড়াতে পারি
বাঘকে চড়াতে পারি।
খরচ কমাতে পারি
সম্পদ জমাতে পারি
বিদ্রোহ দমাতে পারি।
পারি না কেবল-
তোমার মন ভরাতে,…
পাখিরা উড়ে গেলে-
দিন ফুরায়।
নামে শান্ত সাঁঝ।
জ্বলে সন্ধ্যা-প্রদীপ।
উড়ে ধূপের সুগন্ধী।
ঘরে ঘরে বাজে শাঁখ।
এটা একটা গাঁ।
একটা ছোট্ট গাঁ।
নদীর পাড়ে।
ব্যস্ততার ছোঁয়া সেভাবে
এখানে এখনও লাগেনি।
ক্রমশঃ রাত নামে।
রাত ঘন …
শীত নামলেই উলু খ্যাপা বেরিয়ে পড়ে—
কম্বলের খোঁজে, নিজের জন্য নয়,
ওই যে সারাদিন ডো-ডো করে ঘুরে বেড়ায় সাথে, ভুলু !
গত শীতে মা-মরা ঠাণ্ডায় হিম নিথর
পড়েছিল রাস্তার ধারে ছানাটা।
নির্দয় গাড়ির ধাক্কায় পড়েছিল …
আমার বিশ্বাস তুই পারবি।
অনেক অচেনা পথ হাঁটবার পরেও
কোনদিন এভাবে ভেঙে পড়তে দেখিনি তোকে।
তবে কি ভালোবাসার ছাদে ঘুণ ধরেছে তোর?
জল পড়ছে চুঁইয়ে চুঁইয়ে বুকের উপর?
নিজেকে একটু সামলে নে। বেরিয়ে এসে দেখ
তোর …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
