ছায়ার লড়াই

লেখক : নীল নন্দী

তিনটি মনের একটিই পথ, গন্তব্য তার এক,
একজনের বুকে শ্রাবণ ধারা, অন্যজন নির্বাক।
আকাশ ভালবাসে নীলাকে খুব, উজাড় করে মন,
নীলা খোঁজে আরিয়ানকে, একলা সারাক্ষণ।
আরিয়ান বাঁচে বন্ধুত্বের দায়ে, বুকের ভেতর ক্ষত,
সে হাসিমুখে সব বিলিয়ে …

মুক্তি

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

এমন তো মাঝে মধ্যেই হয়ে থাকে–
যখন অস্তমিত সূর্যালোকের রঙ-বেরঙের
স্রোতে, ভাসমান মেঘরাশি গুনতে গুনতে গোধূলির আমন্ত্রণে পায়ের কাছে নামে ঘন অন্ধকারের ছায়া।
রবি ঠাকুরের গানে আচ্ছন্ন মস্তিষ্ক খুঁজে বেড়ায়
পশ্চিমাকাশের শুকতারার পুরনো ছায়াপথ।
ঘুমের ঘোরে …

রাত কত হ’ল?

লেখক : রাজীব চক্রবর্ত্তী

রাত কত হ’ল?
এ প্রশ্ন যেন পৃথিবীর আলো না দেখা মৃত এক ভ্রূণ,
ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল যাদের হাত ধরে
তারা আজ রোদ্দুর মাপে অন্ধকারে।

দিনের আকাশও মেঘে ঢাকলে অন্ধকার হয়,
এই অজুহাতে
হিসেবি নৌকার নাবিকেরা…

সব ঠিকঠাক মেনে নিলে ভাল

লেখক : সুবীর সেনগুপ্ত

জীবন যাপন হয়ে যাক ঠিকঠাক
যে ফুল যে রঙে, দেখে মন ভরে যাক।

রুদ্র যে নদী এখন আজকে ভূবনে
এই মূর্তিতে নদী ঠিকঠাক চলনে।

তপনের তাপ হবে কম বেশী, জানি তো
জানি বলেই তো সব ঠিকঠাক …

দণ্ডিত

লেখক : পূর্বিতা পুরকায়স্থ

দণ্ডিতের মত
নিজের ছায়ার সাথে কথা বলি।

অপ্রেমে কেটে গেল এতটা বছর!
গাছের বুক ঘেঁষে যে নীড় গেঁথেছিলাম
একা একাই তাতে কত নৌকো ভাসিয়েছি
বিষাদের জল সরিয়ে আবার মাথুর হয়েছি।

তারপর বহু যুগ পর
প্রথম প্রেমিক …

দামাল ছেলে

লেখক : আবুল হাসান তুহিন

মাটির সুধা নাও গো মেখে 
দামাল ছেলের দল,
মায়ের আদেশ মাথায় করে 
থাকবি অবিচল।।

বিজয় নিশান থাকবে উঁচু 
পড়বে না তো হেলে,
ভয় পাবি না কভু তোরা 
দুঃখ বিপদ এলে।
শক্র চিনে করবি আঘাত 
দৃঢ় …

বিমূর্ত সময়ের প্রেতিল লিপিকা

লেখক : অভিজিৎ হালদার

বুকের পাঁজর চিরে নামে এক হৃদ-রক্তিল নদী,
যেখানে আমরা ডুবে মরি কোন এক মায়া-অবলুপ্তিল নিরবধি।
রণক্ষেত্রের ধুলোয় ভাসে শত শহীদের অশ্রু-বীজিল দীর্ঘশ্বাস,
সভ্যতা আজ এক কংক্রিট-কঙ্কালিল শ্মশান, যেখানে মানুষ বড়ই তটস্থ-ত্রাস।
তোমার চোখে ছিল এক নীলিম-জাদুল …

বন্ধুত্বের মন্দা

লেখক : কবীর হুমায়ূন

বিশ্বজুড়ে বন্ধুত্বের মন্দা চলিতেছে,
পৃথিবীর দেশে দেশে, মানুষে মানুষে;
মানসিক-শারীরিক দূরত্ব বেড়েছে,
স্বার্থলোভে পরস্পর বৈপরীত্য পোষে।
মানুষ এখন একা ভিড়ের মাঝেও,
রাষ্ট্রে রাষ্ট্রে পরস্পর শত্রু ভাবাপন্ন;
বন্ধুত্বের হাতগুলো সহজ কাজেও
এগিয়ে আসে না; এরকম হীনমন্য!

স্বাভাবিক …

খামোখা একটা রাত রেখে যেও

লেখক : গৌতম ঘোষ-দস্তিদার

তোমার কাছে চুপচুপে একটা শুধু রাত চেয়েছিলাম –
নিভাঁজ নির্মদ নির্মেদ একটা রাত – যে রাতের যোনিতে ঝরে পড়বে
উত্তপ্ত গ্রহের জমাট বেঁধে থাকা অপ্রশমিত আগুনের যত ঔরস –
ট্রম্‌সোর মত সেখানেও টানা আধ-শো রাত
অসূর্যম্পশ্যা …

আলোর মধ্যবর্তী নৈতিক ভূগোল

লেখক : আজাহার রাজা

মহাশূন্যে অজস্র দহনভঙ্গির ভূগোল,
দীপ্তির ভিতর জন্মে অগ্নিপীঠের স্মৃতি,
চিরন্তন আলোয় অক্ষয়।

ঘূর্ণায়মান রক্তছাপ পাঁজরে বিশুদ্ধ,
দরদী হৃদয়ের ছন্দে ইতিহাসের প্রাচীন শিখা,
গড়ে মানবতার ভজন।

চেতনা ধ্বনিত অগ্নিস্বর কাঠগড়ায়,
কান্নায় ভেজা পথ,
প্রতিবাদে নির্বিকালের দিকদর্শী শপথে …

জীবন তরী

লেখক : নিজামুল হাসান

ভোগবিলাসে কেটে যায়
মস্তবড় জীবন,
ক্ষণিক সময় পরে
করি মোরা আস্ফালন।

ঢেউয়ের তালে দুলতে থাকে
মাঝিবিহীন নৌকা,
মোহময় দুনিয়া দেয়
জীবনভর ধোঁকা।

সুখের মায়ায় ছুটতে থাকি
মরীচিকার পিছে,
দম্ভের ওপর চলি-ফিরি
নেমে যাই নিচে।

আপন-স্বজন, বন্ধুমহল…

শেষ পদচিহ্নে

লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়

আকাশের দিকে হাত বাড়িয়ে
কথা বলতে গেলে
ছন্দ আটকে যায় চোদ্দ অক্ষরে

থমকে যায় পর্ব।
শুধু থাকে – দিনলিপির কয়েকটা ছেঁড়া পাতা

পূর্বপুরুষরা যে স্বপ্ন রেখে গিয়েছেন
সেখানে ধুলো জমে,
সেই ধুলো সরানোও হয় না …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up