‘আমাকে ফিরতে হবে…’
লেখক : কুশল ভট্টাচার্য্য
চারিদিকে আমার প্রগাঢ় নির্জনতা
অজস্র মেশিনের বিকট শব্দে, হৃদয়ে প্রতিধ্বনিত অনুকম্পা।
জীবন ও মৃত্যুর মধ্যিখানে দাঁড়িয়ে আমি দেখেছি,
বাঁচার কী পরিমাণ আর্তনাদ… আকুতি!
শূন্য দু’হাত চেপে রেখে
আমি সাক্ষী থেকেছি আমার নিঃস্বতার –
উজাড় করেছি আমার …