ধূসর পেরিয়ে রামধনু
লেখক : সোমনাথ লাহা
তোমার স্বপ্নের রঙগুলো আকাশে ছড়িয়ে পড়েছে
দক্ষিণ হাওয়ায় ডানা মেলে উড়ছে নীলাকাশে
ক্যানভাসে ঝরে পড়ছে রামধনু হয়ে…
বেনীআসহকলা কেমন একটু একটু করে
পালক ছড়িয়ে দিয়েছে চারিদিকে।
পেঁজা তুলোর মত মেঘকে নিয়ে
দূরের পথে রওনা দিয়েছে অজানার …

