না-বাচক
লেখক : সুমন দিন্ডা
প্রশংসাসূচক কিছু শোনার জন্য বসে আছি,
খেয়াল বানাচ্ছি, খেলাঘরও,
গল্পের রেশ ধরে দর্শনের হাতছানি,
শব্দের কারসাজি, চুপিচুপি থেকে সরগরম,
সব চেষ্টা ব্যর্থ, অসম্পূর্ণ সাজ।
কিছু ঘাস দিয়ে জঙ্গল বসানো,
কিছু গাছ দিয়ে মাঠ বোঝানো,
কিছু ফুল …