সেয়ানা পাগল

লেখক : শিখা চক্রবর্তী

আমি আমার আমিতে হয়ে জ্বালাতন
যত বলি তাকে ছাড়ো
তত সে আমায় ধরে আঁকড়িয়ে
এ কী ভয়ানক গেরো

যেদিকে তাকাই আমি ছাড়া নেই
আমি ভরা চারদিকে
রোগেতেও আমি ভোগেতেও আমি
সবেতে আরাম খোঁজে

এ আমার আমি …

জীবন ধারা

লেখক : শারমিন শিলা রিয়া

সময়গুলো ঘনিয়ে যায়,
ডুবে যায় আঁধারঘন বাগানে।
দিন আসে রাতে মিশে যায়।
কেউ হয়ত হতাশার চাদরে,
নিজেকে ঢেকে রেখে।
ডুবে যায় তিমির হননে।
স্বপ্নটা হয়ত মিশে যায়
হাজারও পানির স্রোতে।
ইচ্ছেগুলো ঢাকা পড়ে যায়।
বালি …

নিঃসঙ্গতার দ্বারপ্রান্তে

লেখক : সোমনাথ লাহা

নিস্তব্ধতার স্রোতে ভেসে গিয়েছি বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে 
অবিরত পদচারণ আর একাকিত্বের গন্ধমাখা ঘরে
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
সামনে খোলা খাতা, কাগজপত্র… টেবিল-চেয়ার
লিখতে ইচ্ছে করছে না কিছুই আর
দমবন্ধ হয়ে মৃতপ্রায় সৃজনের বীজ
অঙ্কুরিত চারার স্বপ্নের …

মুক্তি – মুক্তি চাই আমি

লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়

তোমার হাতের উপর এখন একটা আকাশ
সেখান থেকে দেখা যায় আমার কোঠাবাড়ি
এবং আমার পাণ্ডুলিপিতে খেলা করা রোদ্দুর

আমি মাঝেমধ্যেই ভাবি –
হাত তুলে উড়িয়ে দেব
আমার ছন্দের ভিতর বন্দি সব পাখিগুলোকে

কিন্তু সেসব আর …

খটাশ

লেখক : বাপন মান্না

সমাজে এমন এক খটাশ আছে,
যে পছন্দ করে মুরগির নরম মাংস
যে ঘোরে প্রকাশ্য দিবালোকে,
কখনও বা রাতের আঁধারে,
সে অপেক্ষা করে তার নিয়মিত শিকারের জন্য।
সাধারণ লোক অনেক যত্নে, ভালোবাসায়,
অনেক স্বপ্নে, অনেক আশায়
লালিত …

ডাকসু নির্বাচনে জয়

লেখক : আন্নী চৌধুরী

ঢাকার বুকে জাগে আলো,
জয়ের খবর দেয় যে ভাল।
ছাত্রশক্তি স্লোগান তোলে,
স্বপ্ন জাগে হৃদয়-মোলে।

জিতেছে আজ ন্যায়ের গান,
কণ্ঠে কণ্ঠে স্লোগান প্রাণ।
ডাকসুর মাঠে তরুণ সেনা,
আনল তারা নতুন বেথা।

অধিকার আজ হাতে ধরা,
ভবিষ্যৎ …

যখন তুমিই নিয়ন্ত্রা

লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়

অনন্ত যদি একটি বিন্দুতে আসে
তার শীর্ষ চূড়ায় এঁকে দিও অপরাজিতা
হাতে তুলে দিও পদ্ম কোরক

যাওয়া আসার সে পথে আলোকে
স্বভাবতই জেনো – চতুর্থ চক্রের নামে
তাই হাতে না হয় নাই নিলে
বর্ণমালার সব …

মাতৃরূপেণ সংস্থিতা

লেখক : অঙ্কিতা মজুমদার

আঁধারের বুক চিরে
পাগলিনী ছুটছে-
সে জানে না তার গর্ভে রক্তকল্প ছাপ,
কলঙ্ক কি তার হুঁশ নেই,
যে পাশবিকতা তাকে উন্মুক্ত করেছে তাদের কী বলে সম্বোধন করতে হয় তার জানা নেই,
সে কেবল হাসে,
দুঃখ-কষ্ট-বেদনার কোন …

কোথায় ঈশ্বর?

লেখক : মনোজ চ‍্যাটার্জী

একরাশ আবর্জনার মত ব‍্যস্ততা আঁকড়ে
আমি চলেছি মহামহিম ঈশ্বরের খোঁজে
কখনও হিমাচলের পাহাড়ে কখনও আন্দামান সাগরে
কালো পাহাড় আর সমুদ্রের নীল রক্তের মাঝে
তবু পাথরের বুকে আমার অটো ধরার উদগ্রীব ফুল
নীল সমুদ্রের বুকে ভাসে আমার …

ঠুনকো বিষয়ক কবিতা

লেখক : ড. বিশ্বজিৎ বাউনা

০১: ঠুনকো

ঠুনকো করে রাখি নিজেকেই লেখার খাতায়-
নিশ্চুপ পড়ে থাকি যেন বা অক্ষরের হত্যাদেশে।
অকপটে দেখি শূন্যরা ঠেস দিয়ে বাতাসের গায়
উড়ে আসা পাখির বিকেল খায় ঝাঁপিয়ে শেষে।

অবশেষ পড়ে থাকে, হাড়ে হাড়ে বেদুইন …

এই বালুকাবেলায়

লেখক : বিশ্বরূপ দাস

হেমন্তের সন্ধ্যায়,
নদী যখন অনুরণিত
নিঃসঙ্গ শঙ্খচিলের ডাকে
তখন
আমি দেখি
তোমার চোখ পানে চেয়ে
এক অচেনা আলো
যেথা
জোনাকিরা রাত্রি জাগে।

এই বালুকাবেলায়,
সময় যখন শেষপ্রান্তে
সূর্য তোমার
রক্তিম শাড়ির আঁচল,
স্নিগ্ধ বাতাস তোমার নিশ্বাস;…

আলেয়া

লেখক : সৌরভ দেববর্মণ

তোমাকে এখনও এভারগ্রীনই ভাবি
তুমিই আমার একডালিয়া ছিলে
হাঁটতে যেমন পুতুল, দেওয়া চাবি…
সেবার হিট ছিলে চুড়িদার, হাই হিলে

আমি পরিচিত এপার বাংলা জাতক
তুমি বিদেশিনী অরিজিন হ’ল সিলেট
তোমার ফ্যামিলি হাইফাই বড়োলোক
আমরা অভাবী, বাবা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up