জীবন যেমন
লেখক : কাজল মণ্ডল
পাখিরা উড়ে গেলে-
দিন ফুরায়।
নামে শান্ত সাঁঝ।
জ্বলে সন্ধ্যা-প্রদীপ।
উড়ে ধূপের সুগন্ধী।
ঘরে ঘরে বাজে শাঁখ।
এটা একটা গাঁ।
একটা ছোট্ট গাঁ।
নদীর পাড়ে।
ব্যস্ততার ছোঁয়া সেভাবে
এখানে এখনও লাগেনি।
ক্রমশঃ রাত নামে।
রাত ঘন …
পাখিরা উড়ে গেলে-
দিন ফুরায়।
নামে শান্ত সাঁঝ।
জ্বলে সন্ধ্যা-প্রদীপ।
উড়ে ধূপের সুগন্ধী।
ঘরে ঘরে বাজে শাঁখ।
এটা একটা গাঁ।
একটা ছোট্ট গাঁ।
নদীর পাড়ে।
ব্যস্ততার ছোঁয়া সেভাবে
এখানে এখনও লাগেনি।
ক্রমশঃ রাত নামে।
রাত ঘন …
শীত নামলেই উলু খ্যাপা বেরিয়ে পড়ে—
কম্বলের খোঁজে, নিজের জন্য নয়,
ওই যে সারাদিন ডো-ডো করে ঘুরে বেড়ায় সাথে, ভুলু !
গত শীতে মা-মরা ঠাণ্ডায় হিম নিথর
পড়েছিল রাস্তার ধারে ছানাটা।
নির্দয় গাড়ির ধাক্কায় পড়েছিল …
আমার বিশ্বাস তুই পারবি।
অনেক অচেনা পথ হাঁটবার পরেও
কোনদিন এভাবে ভেঙে পড়তে দেখিনি তোকে।
তবে কি ভালোবাসার ছাদে ঘুণ ধরেছে তোর?
জল পড়ছে চুঁইয়ে চুঁইয়ে বুকের উপর?
নিজেকে একটু সামলে নে। বেরিয়ে এসে দেখ
তোর …
তুই বড় অবাধ্য, তুই ভুলেছিস তোর ‘অওকাত’;
কোন আক্কেলে হাত তুললি ঠাকুরদের গায়ে?
না হয় বলেছে তোকে অপবিত্র,
না হয় রেখেছে ফেলে আস্তাকুঁড়ের মত,
না হয় মেরেছে ঢিল,
তাই বলে তুই পাল্টা দিবি জবাব?
কি দুঃসাহস …
চোখের মাঝে চোখটি রেখে
হারিয়ে যায় মন,
তোমার মাঝে আমি হ’লাম
জানি না কখন।।
রাতের মাঝে যেমনি করে
হারিয়ে যায় দিন,
ভোরের আলো রাতের কাছে
তাই রেখে যায় ঋণ।
তুমি আমি মিলেমিশে
এক হয়েছি যখন,…
আমি বহুদিনের এক ক্লান্ত আত্মা, এক অতৃপ্ত সত্তা
অমিয় সুধা পান করেও যেন আমার আত্মার হাহাকার থামছেই না!
আমি সরু জানালার পাশে বসে পুরো ব্রহ্মাণ্ড দেখার নেশায় মত্ত হয়েছি সেই কবে থেকে!
অতিমাত্রার অস্থিরতা গ্রাস …
আমি আমার আমিতে হয়ে জ্বালাতন
যত বলি তাকে ছাড়ো
তত সে আমায় ধরে আঁকড়িয়ে
এ কী ভয়ানক গেরো
যেদিকে তাকাই আমি ছাড়া নেই
আমি ভরা চারদিকে
রোগেতেও আমি ভোগেতেও আমি
সবেতে আরাম খোঁজে
এ আমার আমি …
সময়গুলো ঘনিয়ে যায়,
ডুবে যায় আঁধারঘন বাগানে।
দিন আসে রাতে মিশে যায়।
কেউ হয়ত হতাশার চাদরে,
নিজেকে ঢেকে রেখে।
ডুবে যায় তিমির হননে।
স্বপ্নটা হয়ত মিশে যায়
হাজারও পানির স্রোতে।
ইচ্ছেগুলো ঢাকা পড়ে যায়।
বালি …
নিস্তব্ধতার স্রোতে ভেসে গিয়েছি বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে
অবিরত পদচারণ আর একাকিত্বের গন্ধমাখা ঘরে
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
সামনে খোলা খাতা, কাগজপত্র… টেবিল-চেয়ার
লিখতে ইচ্ছে করছে না কিছুই আর
দমবন্ধ হয়ে মৃতপ্রায় সৃজনের বীজ
অঙ্কুরিত চারার স্বপ্নের …
তোমার হাতের উপর এখন একটা আকাশ
সেখান থেকে দেখা যায় আমার কোঠাবাড়ি
এবং আমার পাণ্ডুলিপিতে খেলা করা রোদ্দুর
আমি মাঝেমধ্যেই ভাবি –
হাত তুলে উড়িয়ে দেব
আমার ছন্দের ভিতর বন্দি সব পাখিগুলোকে
কিন্তু সেসব আর …
সমাজে এমন এক খটাশ আছে,
যে পছন্দ করে মুরগির নরম মাংস
যে ঘোরে প্রকাশ্য দিবালোকে,
কখনও বা রাতের আঁধারে,
সে অপেক্ষা করে তার নিয়মিত শিকারের জন্য।
সাধারণ লোক অনেক যত্নে, ভালোবাসায়,
অনেক স্বপ্নে, অনেক আশায়
লালিত …
ঢাকার বুকে জাগে আলো,
জয়ের খবর দেয় যে ভাল।
ছাত্রশক্তি স্লোগান তোলে,
স্বপ্ন জাগে হৃদয়-মোলে।
জিতেছে আজ ন্যায়ের গান,
কণ্ঠে কণ্ঠে স্লোগান প্রাণ।
ডাকসুর মাঠে তরুণ সেনা,
আনল তারা নতুন বেথা।
অধিকার আজ হাতে ধরা,
ভবিষ্যৎ …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
