বন্ধুত্বের মন্দা

লেখক : কবীর হুমায়ূন

বিশ্বজুড়ে বন্ধুত্বের মন্দা চলিতেছে,
পৃথিবীর দেশে দেশে, মানুষে মানুষে;
মানসিক-শারীরিক দূরত্ব বেড়েছে,
স্বার্থলোভে পরস্পর বৈপরীত্য পোষে।
মানুষ এখন একা ভিড়ের মাঝেও,
রাষ্ট্রে রাষ্ট্রে পরস্পর শত্রু ভাবাপন্ন;
বন্ধুত্বের হাতগুলো সহজ কাজেও
এগিয়ে আসে না; এরকম হীনমন্য!

স্বাভাবিক …

খামোখা একটা রাত রেখে যেও

লেখক : গৌতম ঘোষ-দস্তিদার

তোমার কাছে চুপচুপে একটা শুধু রাত চেয়েছিলাম –
নিভাঁজ নির্মদ নির্মেদ একটা রাত – যে রাতের যোনিতে ঝরে পড়বে
উত্তপ্ত গ্রহের জমাট বেঁধে থাকা অপ্রশমিত আগুনের যত ঔরস –
ট্রম্‌সোর মত সেখানেও টানা আধ-শো রাত
অসূর্যম্পশ্যা …

আলোর মধ্যবর্তী নৈতিক ভূগোল

লেখক : আজাহার রাজা

মহাশূন্যে অজস্র দহনভঙ্গির ভূগোল,
দীপ্তির ভিতর জন্মে অগ্নিপীঠের স্মৃতি,
চিরন্তন আলোয় অক্ষয়।

ঘূর্ণায়মান রক্তছাপ পাঁজরে বিশুদ্ধ,
দরদী হৃদয়ের ছন্দে ইতিহাসের প্রাচীন শিখা,
গড়ে মানবতার ভজন।

চেতনা ধ্বনিত অগ্নিস্বর কাঠগড়ায়,
কান্নায় ভেজা পথ,
প্রতিবাদে নির্বিকালের দিকদর্শী শপথে …

জীবন তরী

লেখক : নিজামুল হাসান

ভোগবিলাসে কেটে যায়
মস্তবড় জীবন,
ক্ষণিক সময় পরে
করি মোরা আস্ফালন।

ঢেউয়ের তালে দুলতে থাকে
মাঝিবিহীন নৌকা,
মোহময় দুনিয়া দেয়
জীবনভর ধোঁকা।

সুখের মায়ায় ছুটতে থাকি
মরীচিকার পিছে,
দম্ভের ওপর চলি-ফিরি
নেমে যাই নিচে।

আপন-স্বজন, বন্ধুমহল…

শেষ পদচিহ্নে

লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়

আকাশের দিকে হাত বাড়িয়ে
কথা বলতে গেলে
ছন্দ আটকে যায় চোদ্দ অক্ষরে

থমকে যায় পর্ব।
শুধু থাকে – দিনলিপির কয়েকটা ছেঁড়া পাতা

পূর্বপুরুষরা যে স্বপ্ন রেখে গিয়েছেন
সেখানে ধুলো জমে,
সেই ধুলো সরানোও হয় না …

অবহেলায় ডুবেছি

লেখক : কমলেশ কান্তি রায়

সেই যে অবহেলা আমাকে গ্রাস করল, তারপর কেউ আর আমাকে ভালবাসেনি।
ভালবাসার কথাও কেউ কোনদিন বলেনি।
“তোমাকে পছন্দ করি” এমন কথাটাও কারও মুখে কখনও শুনিনি।

মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর।
কেটে গিয়েছে কতগুলো বসন্ত, শীত …

শেষে বোধি চূড়ায়

লেখক : শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়

উপলব্ধির শেষে শান্তি আসলে
কবিতার পাণ্ডুলিপির অক্ষর
ডানা মেলে ছন্দের আকাশে

তিন ভুবন দূরে দাঁড়িয়েও
দেখা যায় সেই উড়ান

তবু পদ্মের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে
পৌঁছতে হয় অন্দরমহলে

সেই অন্দরমহলেই সুখের বৃষ্টি

আমি সেখান থেকেই চলে …

আমার নক্ষত্রেরা

লেখক : ইয়াসেফ মোহাঃ রিয়ান

চারিদিকে থৈথৈ মানুষের ভিড়,
মাঠ ঘিরে—
বড়, বুড়ো, চাচা-চাচি, কিশোর-কিশোরী, বাচ্চারাও —
বল পায়ে পড়তেই ঝড়ের বেগে
ডান পা, বাম পা,
বিশাল তাবড় তাবড় রক্ষীবাহিনীকে
চকমা দিয়ে বল সোওওজা নেটে…
হৈহৈ রব ! “গোওওল !”…

দাঁত

লেখক : বিপ্লব চন্দ্র দত্ত

আমি যদি হতেম কোন
নামিদামি নবাব,
কেউ কিছু বললে দিতাম
দাঁতভাঙা জবাব!
কাজ না থাকলে যেমন
দাঁত কেলিয়ে হাসে,
দাঁত ব্যথায় অনেকেই
নয়ন জলে ভাসে!
পরীক্ষায় কঠিন প্রশ্ন
দাঁত বসানো যায় না,
দাঁতকপাটি লাগলে কারও…

তৃপ্ত ঘুঘুর ডাক

লেখক : মনোজ চ‍্যাটার্জী

অনেকদিন দেখিনি তোমায় তখন সেই অচেতনকাল
ঊষার তমসায় নিঃশব্দে এসে প্রতিবাদহীন ছদ্মরাক্ষস
গুটি গুটি পায়ে উঠোনে মেলা পরিশ্রমের সোনালী ধান
একটু একটু করে গ্রাস করছিল রক্তলাল সূর্য উত্তাল।

এখন আর সে দিন নেই যে শুধরে নেব …

রাধা (এক অনুভূতি)

লেখক : সঙ্গীতা সেন

বুঝিতে না পারে রাধা এ সমাজ আমার ভালবাসা,
ভালবেসে হ’লে তুমি কলঙ্কিনী ও আমার রাধা!

ভালবাসার সাতকাহনে বাঁধিলাম আমি বাঁশির সুর,
ছন্দহীন জীবন আমার, তুমি বহুদূর!

বিচ্ছেদের এই দহন জ্বালা সহিতে না পারে এ হৃদয়,
আজ …

৯ ই আগস্ট, ২০২৪

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

শহরের রাজপথে কেন এত মিছিল?
অভয়ার বিচারের দাবি নিয়ে, নাকি ব্যাক্তিগত লোভ?
লক্ষ লক্ষ মায়েদের এ নিজস্ব মাটি।
এ মাটির গন্ধে শুধু রক্তের দাগ, তবুও বসন্ত আসে–
কৃষ্ণচূড়ার লাল ফুলেরা আজও ফাগুন আনে।
একদিন ওরাও থামবে …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up