৯ ই আগস্ট, ২০২৪
লেখক : অর্দ্ধেন্দু গায়েন
শহরের রাজপথে কেন এত মিছিল?
অভয়ার বিচারের দাবি নিয়ে, নাকি ব্যাক্তিগত লোভ?
লক্ষ লক্ষ মায়েদের এ নিজস্ব মাটি।
এ মাটির গন্ধে শুধু রক্তের দাগ, তবুও বসন্ত আসে–
কৃষ্ণচূড়ার লাল ফুলেরা আজও ফাগুন আনে।
একদিন ওরাও থামবে …

