আয়নার চোখে দেখি আমায়

লেখক : স্বর্ণালী সরদার দাস

আকাশ বাতাস জল মাটি আর পৃথিবীর ধূলিকণা
চেনো কি আমায়? তোমাদের কাছে হয়ত আবর্জনা
তাই দূরে থাকি, সরে থাকি ভয়ে, সইতে পারিনা ঘৃণা
শুধু আরশিতে যখন তাকাই বেজে ওঠে মনোবীণা

এই আলো এই জীবনের কাছে …

উপলব্ধি

লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়

প্রত্যাশার গভীরে হাত রেখে
ফেলে এসেছি একটি আশ্চর্য সকাল

নদীর ঢেউ ফিরে ফিরে খুঁজেছে
দু’-চারটে আয়তক্ষেত্র এবং একটি তীর

মধ্য বলাকা আজ আর শ্বেত নয়
তার পাখায় এবং পালকে
রাত্রির ধূসর দাগ

তবু ঐ তীর …

ঈশ্বরীয় কণা

লেখক : প্রভঞ্জন ঘোষ

আলোর মতো উড়ে বেড়ায়
ঈশ্বরীয় কণা
বুকের শূন্যে ঠোকা খেয়ে
মেলে স্বচ্ছ ডানা
যেই ফুলকে আঁকড়ে ধরে
চিকন ডালে-ডালে
সেই ফুলকে দিব্য জেনো
স্বর্ণ চাঁপা বলে।
চোখের থেকে ফিরে গিয়ে
আকাশ মাঝে জেনো
যেথায় উজল জ্বলে-…

রূপ সংযোগ

লেখক : কার্ত্তিক পোদ্দার

তাঁর রূপের ছটায় চলকে ওঠে বুক।
হাসির ছটায় হৃদপিণ্ডে সুনামি যায় বয়ে,
অদৃশ্যে মনোকষ্ট নিভৃতে নেই সয়ে,
হৃদয়মাঝে নিত্য বাড়ে সুখ।

প্রভাতরবি তাকে ছুঁলে হিংসায় মরি আমি
গমন পথে চেয়ে থাকি হৃদয় টলোমলো,
আসলে সেজন ঘুচিয়ে …

তৃষ্ণা

লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা

এই যে কিসব দূরত্ব রাখেন
সহজ হয়েও সহজে ধরা দেন নাহ।
অথচ আমি সরল হয়ে বসে থাকি
একটু আদরে পায়ের শিয়রে বসে পড়ি।
যেমন এক টুকরো বিস্কুটের আশায়
ছুটে আসে পথের ছোট্ট কুকুরছানা,
আমি কি …

অক্ষর বার্তা

লেখক : রতন চক্রবর্তী

অনির্দেশক অনিকেত তবুও অক্ষর বার্তা
তারে অঘোরে ঘেরবন্দি করে বারে বারে
কোথাও কি প্রদীপ জ্বলে মগ্ন হোমানলে!
যাজ্ঞিক গোত্রহীন হ’লে অক্ষর স্বয়ং ব্রহ্ম।

প্রমথ ডাকিনীরা নৃত্যে মুদ্রায় সংকেতে
রক্তঅস্থিমজ্জা হৃদয়তন্ত্রী পাকে পাকে
জড়িয়ে এনে আহুতির আয়োজন …

অবুঝ অতলে

লেখক : অর্পিতা পাল সাহা

আসলে কি বল তো কক্ষনও বুঝিসনি তুই,
যার নামে একদিন ভোরবেলায় মুঠো ভর্তি করে শিশির কুড়িয়েছিলিস,
তোর ব্যথার পাশে তো শুধু তাকেই লাগবে।
বৃষ্টির দিনে দক্ষিণের জানলা খুলে যার জন্য স্নিগ্ধ হয়েছিলিস,
দুপুরের মনখারাপে তো …

টলোমলো পায়ে

লেখক : বকুল বিশ্বাস

মাঝে মাঝে একটি তারা উঁকি মারে জানলায়,
টলোমলো পায়ে আঁধার পেরিয়ে সারারাত।
ভোরের কাকনিদ্রায় দেখি তারে মনে হয় যেন দু’হাত দূরে,
হঠাৎ মিলিয়ে যায় ঘুমপাড়ানির দেশে,
নিস্তব্ধ চারিদিক

শব্দগুলো সব শুষে নিয়ে নিঃসঙ্গ রাজপথ ,
শুয়ে …

সুধানিশি আলোকছায়া

লেখক : অভিজিৎ হালদার

সুধানিশির মেঘপাতায় তোমার নাম লেখা,
চন্দ্রদীপ জ্বেলে রাখে আমার অন্তরের গোপন বারান্দা।
শিউলিবেলা ঘুরে এসে ছুঁয়ে যায় তোমার পদচিহ্ন,
আমার বুকের কাব্যবনে জেগে ওঠে রঙফুলের ঢেউ।

তোমার কণ্ঠে ঝরে পড়ে নদীস্বরের মধুবৃষ্টি,
যা ধুয়ে দেয় সব …

আমার দুর্গতিনাশিনী মা

লেখক : ডঃ অশোক কুমার ষন্নিগ্রহী

কে তুমি লুকিয়ে গেলে আমায় দেখে
রাস্তাধারে গাছের আড়ালে,
চেনো নাকি আমায় তুমি আগে থেকে
কিংবা অচেনা ভেবে লুকালে।
আমি দেখেছি বলে মনে পড়ছে না,
কোথায় তুমি থাক;
আচ্ছা আমি ডাকছি তোমায় মা বলে

প্রক্ষিপ্ত

লেখক : রতন চক্রবর্তী

নিরক্ষরের স্বরলিপি ফোটে কথার তালে বেতালে
জ্ঞানাঞ্জন শলকায় সে সব ধূসর পাণ্ডুলিপি
ব্যথাতুর জনের হৃদয়গাথা কাব্য কাহিনি
ছড়িয়ে ছিটিয়ে প্রান্তীয় দেশের সীমানা এড়িয়ে
ভিন্ন কোন স্বর্গীয় দেশের মহাকাব্যে
প্রক্ষিপ্ত অধ্যায় যোজনায় আকুলিবিকুলি শুধু।

স্থবির মৃত্যুর ডাক …

হারিয়ে গেল

লেখক : রুবাই শুভজিৎ ঘোষ

যখন আমাদের আর দেখা হবে না
জেনো আমি চলে গেছি দূর
আমাদের বোনা কথাগুলোয় তুমি দিও সুর

লিখো তুমি গান, লিখো গল্প
লিখো প্রতিবাদ, হলেও অল্প
লিখো কীভাবে হারিয়ে গেলাম আমি বহুদূর

হারিয়ে গেল আমার …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।