স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না
লেখক : আজাহার রাজা
চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা,
স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক,
অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন,
জল হয়ে ওঠে ভাষা অনুভবে দ্রবীভূত আত্মা,
নীরব বর্ণমালা স্রোতের বুকে চঞ্চল।
দিগন্তের নিবিড় স্তব্ধতায় কণ্ঠ নাভিমূল থেকে …