অবহেলায় ডুবেছি
লেখক : কমলেশ কান্তি রায়
সেই যে অবহেলা আমাকে গ্রাস করল, তারপর কেউ আর আমাকে ভালবাসেনি।
ভালবাসার কথাও কেউ কোনদিন বলেনি।
“তোমাকে পছন্দ করি” এমন কথাটাও কারও মুখে কখনও শুনিনি।
মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর।
কেটে গিয়েছে কতগুলো বসন্ত, শীত …

