দায়
লেখক : সুরজিৎ সামন্ত
রেললাইন তার দায় ছেড়েছে
পথ নারি বইতে ভার,
নির্বিকল্প শঙ্কা নিয়ে
রুটি কিন্তু নির্বিকার।
ঘরের কোনে মেঘ জমেছে
ঠায় দাঁড়িয়ে অন্ধকার,
বিবর্ণতাও প্রশ্ন করে
আমায় কি আর দরকার?
রাজাও এখন রাজ্য ভুলে
ছেড়েছে তার দায়ভার,
আকাশ …