শ্রমিকসূর্য
লেখক : দালান জাহান
প্রতিটি মে’র স্তুতি খোদাই হয়ে থাকে
শ্রমখেকো কুত্তাদের প্রাসাদে-প্রাসাদে।
শ্রমিকের শোকে ফাটা আগুন রাগে
একদিন বিফকেস ভর্তি দুঃখরা
ফোঁটায় ফোঁটায় গলে পড়ে মৃত্যুর উপর।
শ্রেণিহীন রক্তঘামে চিরদিন সাঁতার কাটে
ঘণ্টা ও ঘামের জন্মছায়া
অন্ধ পৃথিবী চায় …