প্রেম থাকুক জারি
লেখক : ঋষা ভট্টাচার্য
ফিরে তাকাবার বদঅভ্যাসে
ফিরে চাওয়ার গল্পে,
আগলে রাখার কথাগুলোই
ভীষণরকম কাঁপে।
হারিয়ে যাওয়া বিকেলগুলো
ট্রামলাইনের দাগে,
ইচ্ছেমতো ঘাসের মাথায়
মেঘবিন্দু জমে।
চায়ের কাপে মাপছি যখন
দু-এক চুমুক হলেই,
ভাঁড়ের গুঁড়ো মুখবন্ধে
সান্ধ্য আশ্রয় নেবে।
জেগে থাকা …