এ স্বাধীনতা কেমন
লেখক : অম্লানকুসম ভট্টাচার্য
আমার স্বাধীনতায় বারবার পোকা কাটে,
বারবার,
আহত মন নিয়ে ছুটে যাই
বহমান নদীর কিনারায়,
পৃথিবীর সব মানুষ, সব ভাবনা নিজেদের
মধ্যে কাটাকুটি খেলায় মত্ত,
আমি যতই আকাশ দেখি
বাতাসকে বুকে জড়িয়ে ধরি
গাছেদের ফুলে পাতায় নিঃশ্বাস …