একটি সমাধিতে হাত রেখে
লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দর্পণের সামনে দাঁড়ালে একটি নীল আলো এসে পড়ে তোমার মুখের ডান দিকে।
আমি আশ্চর্য হয়ে দেখি সেই আলো একটি অধিবৃত্তের বাঁ দিক পিছনে ফেলে অস্বীকার করছে নক্ষত্র অস্তিত্ব!
তবু সেই অস্তিত্বের সঞ্চার পথ অধিকারে রেখে …

