আমি নিজেকে দেখেছি
লেখক : অম্লান ভট্টাচার্য
আমি নিজেকে দেখেছি
তোমার মুখোমুখি হতে
রঙ তুলি দিয়ে নিখুঁত করেছি দিবারাত,
আমি দেখেছি নরকের প্রহরী
বিষধর সরীসৃপ
আমার স্বপ্নের ভগ্নস্তুপে ঘোরাফেরা করে,
খুঁটিনাটির মোহ শিকার করে
আমার ঘুমন্ত রাতে,
ঘেন্না লাগে যখন দেখি তুমি
সরীসৃপের …

