ঈশ্বরের ল্যাম্পপোস্ট
লেখক : আলী ইব্রাহিম
অন্ধগলিতে তিনটি ইঁদুরের সাক্ষাত। কুকুরের নির্ভয় রাত। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর! ছেলেবেলায় আমিও তোমার মতো এরকম একটা ল্যাম্পপোস্ট চেয়েছিলাম। পড়ার তাগিদে। কিন্তু আমাদের শহরে তখনো কোনো ল্যাম্পপোস্ট ছিল না। অন্ধঘরে বিদ্যা হাতে কত কেঁদেছি! মাঝে মধ্যে ঈশ্বরের …