স্বাধীনতা

লেখক : ইউসুফ জামিল

রক্ত দিয়ে কিনেছি বাংলা
পেয়েছি আমাদের স্বাধীনতা,
মা হারিয়েছে তাঁর বীর সন্তানদের
রচিত হয়েছে কতো বীরত্ব গাথা।

তোমায় পেয়েছি বলে স্বাধীনতা
পেয়েছি উচ্ছ্বসিত আমাদের শৈশব,
পেয়েছি স্বাধীন চলার অধিকার
স্বাধীন জীবন, স্বাধীন সব।

তোমায় পেয়েছি বলে হে স্বাধীনতা
কেটেছে উদ্দীপনায় এক কৈশোর,
শিখেছি উদার মানবতা
পেয়েছি অজস্র স্বাধীন ভোর।

স্বাধীনতা তুমি আছো তাই
আমরা দুর্বার ছুটে যাই,
দুরন্ত আমাদের যৌবন,
পেয়েছি স্বাধীন জীবন।

তোমায় পেয়েছি বলে স্বাধীনতা
পেয়েছি বাঁচার অধিকার,
দূর হয়েছে সব পরাধীনতা
আজো আমরা আছি অবিকার।

তোমায় পেয়েছি বলে হে স্বাধীনতা
পেয়েছি একটি স্বাধীন পতাকা,
তাইতো স্বাধীন ভূমিতেই মৃত্যুর স্বাধ
স্বাধীন ভূমিতে হবে সমাধি, স্বাধীনতা অবাধ।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
ইউসুফ জামিল (জন্ম: ডিসেম্বর ৩০, ১৯৯৭) একজন বাংলাদেশি কবি। তিনি ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তিনি জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার বিভাগে একজন নিবন্ধিত কবি ও লেখক।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।