এবার ঘুমাও… কবি
লেখক : দাউদুল ইসলাম
ঘুমাও নি… কবি
কেন পোড়াও… নিষুপ্ত রজনী
কোন সুখে?
আর কত জাগবে বিষন্ন প্রহরী,
নিজেকে একা রেখে!..
কিসের এতো হাহাকার বুকে
নিরাকার পাথর চেপে
সইছ ব্যথা ধূকে ধুকে!..
যাও এবার… ঘুমাও
শ্রাবণের নিশিযাপনে
মিলন হোক দুচোখের …