ভৌগোলিক দূরত্ব
লেখক : তীর্থঙ্কর সুমিত
নৈঃশব্দের সেলুরারে বন্দী হিসেবের তর্জমা,
রৈখিক ব্যবধানে আর্তনাদের অনুভূতি
একান্ত ফেলে আসা স্মৃতির দিকে…
ক্রমশঃ বিবর্তন হতে হতে
মিশে যাওয়া যত গ্লানি একদি্ন
মুছে যাবে আদিগন্তের পথে
হিসেবের বর্ণমালা বহু পথ ধরে,
ক্লান্তমুখর জনস্রোত হারিয়ে যাবে…