দুর্গম পথে
লেখক : রাজীব চক্রবর্ত্তী
নিঃসীম অন্ধকার মাঝে ভেসে ওঠো,
মনে হয় আগলে রাখি যত্ন দিয়ে তোমায়।
যখনই ছুঁতে যাই
পলকে হারাও গহীন তিমিরে।
স্বপ্নের চরাচরে বারবার
পদচিহ্ন রাখি দুরত্যয়ে।
চলতে চলতে কতবার ভুলেছি পথ,
হারিয়েছে সময়ের দিশা অজানা আহ্বানে।
রাতের …