তুরুপের তাস
লেখক : শৌনক ঠাকুর
নৌকায় বন্যা-দুর্গতদের দেখতে দেখতে ডি.এম. শৈল্পিকা ম্যামের মনটা উদাস হয়ে গেল। চোখের পাতায় জল। স্মৃতির আঙিনায় ভেসে ওঠে নিতাই দাদুর সেই কথাগুলো। দাদু বাউল গান গাইতেন। সুরেলা কণ্ঠ, হাতে একতারা, গেরুয়া বসন, মাথায় পাগড়ি। গ্রাম থেকে …