দেয়াল
লেখক : ইন্দ্রনীল চক্রবর্তী
(১)
“আসুন, এদিক দিয়ে আসুন। হ্যাঁ, হ্যাঁ, এই দিক দিয়ে, আসুন। ওই যে সামনে লাল বাড়িটা দেখছেন, ওটার কথাই বলছিলাম ।”
“আচ্ছা, আচ্ছা”
“কলকাতা শহরে এরকম বাড়ি গোটা দশ পিস আছে। Tambourine constructionsএকমাত্র কোম্পানি ভারতে যে ভারতে এরকম বাড়ি বানাচ্ছে।”
“শুনেছি তাই তো এলাম, আগে তো দেখি।”…