১০০০ – একটি ধাপ পূরণের কথা

সম্পাদক : অর্পিতা

“হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে…” হাজার বছর নয়, প্রায় সাড়ে চার বছর সময়কালের মধ্যে গতকাল আমাদের সাইটে ১০০০ নম্বর লেখাটি প্রকাশিত হল। এ যেন একটা ধাপ পূরণ করার মতন আনন্দের।
সববাংলায় লেখালিখি সাইটের জন্ম ১৪ই জুন ২০২০ সালে। পরিবর্তন আর গতিময়তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। সময় বিশেষে সম্পাদক বদলেছে, প্রত্যেকেই তাদের নিজেরটুকু দিয়ে সাইটকে বড় করে তুলছেন একটু একটু করে। আমরা সবাই জুড়ে আছি একে অপরের সঙ্গে। লেখকের সঙ্গে আমরা এবং আমাদের সঙ্গে পাঠকেরা। “মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম” এই লক্ষ্যে স্থির থেকে ক্রমান্বয়ে আমরা এগিয়েছি। লেখালিখি শুরুর লগ্নে সাহিত্যপ্রেমী অরিত্র চট্টোপাধ্যায় সম্পাদনার ভার তুলে নিয়েছিলেন, তারপর একে একে জুবিন ঘোষ, রুবাই শুভজিৎ ঘোষ, সম্বিত শুক্লা, রাজীব চক্রবর্ত্তীর হাত ধরে একসময় সাইটের লালন ভার আসে আমার কাছে। কাজ করতে করতে বুঝি ‘সববাংলায় লেখালিখি’ সাইটের সঙ্গে জুড়ে আছে অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো আশা।
‘সববাংলায় লেখালিখি’ সাইটের নিয়মিত বিভাগের পাশাপাশি আমাদের ত্রৈমাসিক ওয়েবজিনও আপনাদের সহযোগিতায় সাফল্য পেয়েছে। স্মৃতি পুরস্কারের মতন উদ্যোগ আমরা নিয়েছি। আশা রাখি ভবিষ্যতে আরও নতুন প্রকল্প আমরা আনব এবং বিশ্বাস আছে আপনাদের সহযোগিতায় আমরা এমনিভাবেই এগিয়ে যাব।

আমাদের মূল্যবান লেখকেরা যেমন ভালোবেসে তাঁদের লেখা দিয়ে সাইটকে ভরিয়ে রেখেছেন, তেমন আমরাও প্রতিনিয়ত সেই ভালোবাসার ঝুলি উপুড় করে পৌঁছে দিচ্ছি পাঠকের কাছে। লেখক, পাঠক, কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যই আজ আমরা হাজারটা লেখা প্রকাশ করার সুযোগ পেয়েছি। তাই আজকের এই সাফল্যের জন্য সববাংলায় লেখালিখি সাইটের সম্পাদক হিসেবে আমি যতটা আনন্দিত, আমি জানি লেখক হিসেবে আপনিও ততটাই উৎফুল্ল।
আপনারা আরও বেশি লেখা পাঠাবেন – এই আশাই রাখি। সুস্থ থাকুন, ভালো থাকুন, লেখায় থাকুন, পড়তে থাকুন।
ধন্যবাদ!


2 Comments

  1. বিরাশিতে পা ফেলার দ্বাদশ দিবসে ল্রখালিখি সব বাংলায় হাজার লেখার প্রদীপ জ্বলে ওঠার বার্তা পেয়ে আমি না হয় পায়ে পায়ে আরও হাজার দেড়-দুই দিবস লেপ্টে থাকার চেষ্টা চালিয়ে যাব।।
    চাইব, প্রযুক্তিগত আঙ্গিকের নানা বদলের সঙ্গে পা মিলিয়ে এই বাংলা লেখার অনুপম মাধ্যমটি অনলস শক্তির আধার হয়ে উঠুক আমাদের মাতৃভাষায় যাবতীয় উদার চেতনা-চৈতন্য প্রকাশের উন্মুক্ত অঙ্গন রূপে।।
    রতন চক্রবর্তী।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন