সম্পাদক : রাজীব চক্রবর্ত্তী
দেখতে দেখতে ইংরেজি বছরের একটা মাস কেটে গেল। আমরা নতুন বছরে নতুন আঙ্গিকে পথচলা শুরু করেছিলাম। উদ্দেশ্য ছিল নানা ধরণের লেখা প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চার একটা মুক্ত প্রাঙ্গন গড়ে তোলা। যে প্রাঙ্গন থেকে জন্ম নেবে এক লেখক গোষ্ঠী। প্রত্যেক তিনমাসে সাইটে প্রকাশিত লেখার মধ্যে থেকে সম্পাদকমন্ডলীর দ্বারা নির্বাচিত লেখা নিয়ে ত্রৈমাসিক ওয়েবজিন প্রকাশিত হবে।
বছরের শুরুতেই আমরা ঘোষণা করেছিলাম “দীপায়ন- দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার”। প্রবন্ধ, কবিতা ও ছোট গল্প, এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আগামী ১৫ই ফেব্রুয়ারির পর্যন্ত প্রাপ্ত লেখার মধ্যে থেকে পুরস্কারের জন্য লেখা মনোনিত হবে। এই বিষয়ে যে ঘোষণা আমরা করেছিলাম আপনাদের সুবিধার্থে তার লিঙ্ক রইল – https://lekhalikhi.sobbanglay.com/announcements/deepayan-awards-1/
আমাদের নতুন বছরের পথচলায় আপনাদের থেকে যে সাড়া পেয়েছি তা আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছে। আশা করি আগামী দিনে আরও বেশি করে আপনাদের পাশে পাব। বাংলা ভাষার চর্চাকে প্রসারিত করতে লেখক পাঠক সমন্বয় খুবই জরুরী। তাই আমরা আশা করব একদিকে যেমন আপনারা নিজেদের ভাবনাগুলোকে লেখার আকারে আমাদের সাইটে তুলে ধরবেন, অন্যদিকে একজন পাঠক হয়ে অন্যের লেখা পড়বেন ও দ্বিধাহীন মতামত দেবেন।
শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আমন্ত্রণের প্রস্তুতি প্রকৃতির বুকে। এসে গেছে বাঙালির প্রাণের রঙিন উৎসব বসন্ত পঞ্চমী। এ এক এমন উৎসব, যেখানে বয়স যত বাড়ে ভিড় করে ফেলে আসা উৎসবের কথা। আসলে দেবীই যে কথানদীর উৎস-
কথারা পথ হারায় সময়ের ঝড়ে।
নদী দেবী হয়, জেগে থাকে বাক,
হৃদয়ের ঘরে।
মনের ঘরে যত কথা বাসা বেঁধে আছে তার প্রকাশ হোক আপনার সৃষ্টিশীল রচনার মাধ্যমে। বাগদেবীর কাছে আমাদের প্রার্থনা, আরও প্রসারিত হোক বাংলা ভাষার চর্চা। মাতৃভাষার হাত ধরে বাঙ্ময় হয়ে উঠুক আমাদের কলম। আশা করব বসন্তের রঙিন মেজাজ ধরা দেবে আমাদের ওয়েবসাইটেও। আপনাদের নানা রঙের লেখায় ভরে উঠবে লেখালিখির প্রাঙ্গণ।