সম্পাদক : অর্পিতা
সববাংলায় লেখালিখির লেখক, পাঠক, কর্মী ও শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর কেবল ক্যালেন্ডারের পরিবর্তনে নয়, আমাদের জীবনেও শুভ পরিবর্তন আনুক এই কামনাই করি৷
আমরা সকলেই জানি আমাদের তথ্যমূলক ওয়েবসাইট সববাংলায়-এর পাশাপাশি সৃজনশীল লেখার জন্য রয়েছে সববাংলায় লেখালিখি ওয়েবসাইট৷
যেখানে আপনারা এতদিন নিয়মিত লেখা দিয়ে এসেছেন এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলি আমরা আমাদের সাইটে প্রকাশ করেছি। পাশাপাশি আপনারা আমাদের ত্রৈমাসিক ওয়েবজিন সম্পর্কেও ওয়াকিবহাল। আমাদের সাইটের মূলমন্ত্রই হল ‘মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম’, আর সেই মন্ত্র নতুন বছরেও আমাদের চলার পথে অব্যাহত থাকবে।
নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লেখালিখি সাইটে আমরা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছি। এর আগেও আমরা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছি এবং শুধুমাত্র আপনাদের সহযোগিতাতেই সাফল্য লাভ করেছি। এই পরিবর্তন আপনাদের অনেকের পরামর্শের ভিত্তিতে নেওয়া আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আশা করছি, আগের মতোই আপনাদের পূর্ণ সহযোগিতা পাবো।
এতদিন পর্যন্ত, আমাদের নিয়মিত বিভাগে অর্থাৎ সববাংলায় লেখালিখি সাইটে অন্যত্র প্রকাশিত বা অপ্রকাশিত উভয় লেখাই লেখকেরা জমা দিতে পারতেন৷ নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আমরা শুধুমাত্র অপ্রকাশিত লেখাই গ্রহণ করব, তাই আপনাদের কাছে অনুরোধ – মুদ্রিত বা ডিজিট্যাল বই/পত্রিকায় প্রকাশিত কোন লেখা পাঠাবেন না৷ লেখা প্রাপ্তির এক মাসের মধ্যে আমরা সেই লেখা প্রকাশের চেষ্টা করব তাই এই সময়ের মধ্যে অন্যত্র লেখাটি পাঠাবেন না। লেখালিখি ওয়েবসাইটে প্রকাশিত লেখা থেকেই সম্পাদকমন্ডলী দ্বারা মনোনীত লেখা নিয়ে প্রকাশ করা হবে ত্রৈমাসিক ওয়েবজিন৷
অর্থাৎ সববাংলায় লেখালিখি ওয়েবজিনে লেখা প্রকাশিত হওয়ার আবশ্যিক শর্তই হল সেই লেখা প্রথমে সববাংলায় লেখালিখি সাইটে প্রকাশিত হতে হবে। এই সব নিয়ে বিস্তারিত তথ্য আমাদের লেখা জমা দেওয়ার নিয়মাবলীতে জানতে পারবেন।
লেখালিখি সাইটের অগ্রগতি এবং আরও বেশি সংখ্যায় নতুন, অপ্রকাশিত লেখা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই নতুন প্রয়াস। আশা রাখি এর মাধ্যমে আগামী দিনগুলোয় আপনাদের সঙ্গে আমাদের বন্ধন আরও দৃঢ় হবে৷ সুস্থ থাকুন, ভালো থাকুন, লেখায় থাকুন, পড়তে থাকুন। মুক্ত হোক চিন্তার গতি, ভাষা ফুটে উঠুক কলমে এই আশা রাখি।
অনেক শুভেচ্ছা রইল