বিরম্বনাময় বিভ্রান্তি

লেখক : কিউরিয়াস দীপংকর

জীবন ছোট হলেও প্রচুর সময় কিন্তু পীড়া পোহাতে হয় মানুষকে। সময় একবার চলে গেলে অনেক কিছু উপলব্ধি হয় ঠিক কিন্তু সব ত্রুটিগুলো তো আর সারে না।

আমাদের মানব জীবনে আমাদের বিরম্বনার শেষ নেই। আমরা নিজেরা খুব সহজ ভাবেই নিজেদের অযোগ্য মনে করে ফেলি।

আমরা আমাদের লক্ষ্য ঠিক করতে পারি না আর সামনের দিকে দৌড়ানো তো দুরের কথা হাটতেও শিখি না। আর যখন জীবনে জটিলতা আসে নিজেদের অযোগ্য মনে করেই হাল ছেড়ে দিয়েই মৃত্যু কামনা করতে বসে যাই।

এত যেন ভিতূর রাজ্যের নিম্ন প্রজার মন।  এভাবে কি আর জীবনের অর্থ খোজা যায়? যায় না নিজের অস্তিত্তকেই অনুভব করার শক্তি থাকে নাহ।

আনন্দে গা ভাসিয়ে দিয়ে ভবিষ্যৎ এর অনিশ্চিত সফলতার মিথ্যা আত্ববিশ্বাস নিয়ে সময় অতিক্রম করতে খুব ভাল লাগলেও মনে ঠিকি সারা দেয় বলে মিথ্যে আনন্দের অভিনয়টাও নিজের কাছেই বিরম্বনা মনে হয়।।

লেখক পরিচিতি : কিউরিয়াস দীপংকর
দীপঙ্কর বিশ্বাস, এল,এল,বি(অনার্স), গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum