আশা

লেখক : এরর সেভেন্টিফাইভ

আচ্ছা! মানুষ আশাহত হয় কেন? এত আশাই বা করে কেন অন্যের কাছ থেকে কিংবা মানুষ কেন অন্য একজন নৃকে কেনই বা মিথ্যা আশ্বাস দেয়? এত প্রশ্নের বেড়াজালে তৈরী হওয়া ধুম্রজালের মধ্যে দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার একটি উক্তি মনে পড়ে, সিনেমাটিতে টিম রবিন্স মর্গান ফ্রিম্যানকে বলেছিল, “রিমেম্বার রেড, হোপ ইজ আ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিং, এন্ড নো গুড থিং এভার ডাইস!”. এখানে অন্যের কাছে আশা করার কথা বলা হয়নাই যদিও কিন্তু আমার মতে, হোপ ইজ আ ডেঞ্জেরাস থিং। এটা একজন মানুষকে কনডেম সেলের ভিতর আটকে থাকার মত অসহায়ত্বের মানসিক কষ্ট দেয়, যেটা তার মগজের অভ্যন্তরীন নিউরনগুলোকে উত্তেজিত করে তুলে একটা ভয়ংকর সুন্দর কষ্টের মধ্যে ফেলে দেয়। কিন্তু আশাহত হওয়াটা আবার অনেক খারাপ কিছু তাও নয়। যদিও এটা মনে প্রচুর পীড়া দেয়, তবুও এটা মানুষকে বাস্তবতা উপলব্ধি করতে শেখায়। তবে আমার মতো একজন ইম্যাচিউরড হাসি-খুশি ছেলের জন্য আশাহত হওয়াটা তার প্রেমিকার হাসিতে আনন্দিত হওয়ার মতো সুখের সমানুপাতিক হারে কষ্ট পাওয়ার মত। যদিও আমার কোনো প্রেমিকা নেই, তবুও কল্পনার রাজ্যে যাকে প্রেয়সীর সম্মান দিয়ে রাখি তার আদলে এই চিন্তাটা। তারপরেও মনে হয় আশা করা উচিত, রাখা উচিত বা রাখতে হয়। যখন ক্যান্সারে আক্রান্ত মা বেশিদিন বাঁচবে না জেনেও চিকিৎসকের মিথ্যা আশ্বাস বা স্রষ্টার উপর ভরসা করে আশা করি মা বাঁচবে, অনেকদিন অনেকদিন বাঁচবে তখন সেটা মনের নরম দেয়ালটাকে কষ্টের জন্য প্রতিরোধ্য হতে আরেকটু দৃঢ় করে তোলে নিজেকে। এভাবে মনের শান্তি পাওয়াটাও তো নেহাতই কম কিছু নয়। যাইহোক আশা ভালো না খারাপ, সেটা আপেক্ষিক একটা ব্যাপার। আমার মতো অজ্ঞের মত দিয়ে কি তা বিচার করা যায়?


লেখক পরিচিতি : এরর সেভেন্টিফাইভ
.. / .- -- / ... .- -.- .. ..-. / -- .- .... -... ..- -... / --.. .- .... .. -. -.-.--

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।