শপথ

কবি: অমৃত হালদার

           এক কিংবা দু’দিন নয়,                           
                  দু-দুশো বছর ।

তাঁরা আজও আমাদের মনে -প্রাণে।
                     ক্ষমা করবেন!          
(স্বাধীনতা -প্রজাতন্ত্র দিবসেই মনে – প্রাণে!)
                     কেই – বা মনে রাখে!             
‘ওই ছেলেটার ফাঁসি হয়েছিল’                   
                     কে – বা জানতে চাই!              
সে কেন ‘আজাদ হিন্দ’ গড়েছিল?                     
                     কে – বা শুনতে চাই!              
কেন তাঁরা প্রাণ দিয়েছিল?                
                     কারণ –  “আমরা স্বাধীন”!


হাতে -হাত রেখে শপথ করে বলুন না একবার –
       আমাদের ধর্ম ‘মানবধর্ম’,              
আমাদের চিন্তা সমস্ত মাতৃ ভাষাতেই,                
        আমাদের আনন্দ সর্ব সংস্কৃতিতে,         
আমাদের একটাই পরিচয় আমরা ‘ভারতবাসী’, 
আমাদের একটাই বাণী, “শহীদের রক্ত হবে নাতো ব্যর্থ”?


ছবি: কুন্তল


লেখকের কথা: অমৃত হালদার
আমি অমৃত হালদার। কবি হওয়ার স্বপ্ন ঠিক ছিল না, অথচ আজ কবিতা লিখে ফেললাম। কী করে লিখলাম নিজেই জানি না। তবে ছোটবেলা থেকেই একটাই স্বপ্ন দেশের হয়ে ব্যাডমিন্টন খেলবো, অনেক জায়গাতেই ছুটেছি কিন্তু টাকাটাও যে  দরকার সে কথা ভাবিনি। অবশেষে খেলা ছাড়লাম দু’বছর হল। ইচ্ছা থাকলেও স্বপ্ন শেষ হচ্ছে বুঝতে পারলাম । ছোট বেলার আরও একটি ইচ্ছা এক বছর হল সার্থক হচ্ছে, আঁকা শেখার ইচ্ছা।
আসলে জীবনে ইচ্ছা থাকে অনেক, কিন্তু সময়ের সাথে -সাথেই সবকিছুর ইতি টানতে হয়। আমিও সেই দলের একজন ।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum