কবি: চন্দন মিত্র
আমাদের আধবুড়ো গাছ
আজকাল মাথা ন্যাড়া তার
আমাদের পূজা তবু পায়
ফলায় না ফুলফল আর
তবু তার মান্যতা খুব
জন্মদিবস দিনটিতে
পতাকা ওড়াই তাঁর নামে
জিলিপি লজেন্স দিই ফ্রিতে
আপামর আমরা সবাই
চাই তিনি পুষ্পিত হোন
আধবুড়ো আমাদের গাছ
জুড়ে আছে আমাদের মন …
ছবি: কুন্তল
লেখকের কথা: চন্দন মিত্র
জন্ম, ১৫ নভেম্বর ১৯৭৬, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ভগবানপুর ( হরিণডাঙা ) গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলার পার্বতীপুর পতিতপাবনী উচ্চ বিদ্যালয়ের বাংলা ভাষা-সাহিত্যের শিক্ষক। কবিতা লেখার সূত্রে লেখালেখির জগতে প্রবেশ। প্রবন্ধ ও গল্প রচনায়ও সাবলীল। শখের ফোটোগ্রাফার, মেলায় মেলায় ঘুরে বেড়ানোর নেশায় আক্রান্ত ও লোকগানের মুগ্ধ আস্বাদক। তেরো বছর ধরে সম্পাদনা করে আসছেন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্র পাড়ি ।
কাব্যগ্রন্থ : আমার আত্মার পায়ে বাঁধার ঘুঙুর ( যাপনচিত্র ২০১৯ ), সরলতা ক্রমশ গায়েব হইতেছে (সাহিত্যের বেলাভূমি ২০২০)
প্রবন্ধ সংকলন : জেন : রিপুতাড়িত মানবের নিকট সুসমাচার ও অন্যান্য প্রবন্ধ
(কলিকাতা লেটার প্রেস ২০১৯)