বর্ণিল রাষ্ট্রে

কবি: ইন্দ্রজিৎ ঘোষ

স্লোগানে মিছিলে গানে গোলাপে

ভাষণে নাচনে প্রেমে প্রলাপে

                                              কাটাব বঁধু একদিন–
ঈশ্বরদের গুছিয়ে রেখে

ভেদে বিবিধে মানুষে গেঁথে

ভিন্ন-মালার স্পেক্ট্রা-স্টেটে

                                                দেশেরা সেদিন বিরতিহীন–


ছবি: কুন্তল


লেখকের কথা: ইন্দ্রজিৎ ঘোষ
জন্ম নদিয়া, বেড়ে ওঠা কলকাতা, আপাতত ঠিকানা দিল্লি। বিধিবদ্ধ পড়াশোনা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ফরাসি ভাষা ও সাহিত্য নিয়ে। পেশা লেখালিখি, ভিডিও তৈরি ও অনুবাদ।

6 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum