কবি: ইন্দ্রজিৎ ঘোষ
স্লোগানে মিছিলে গানে গোলাপে
ভাষণে নাচনে প্রেমে প্রলাপে
কাটাব বঁধু একদিন–
ঈশ্বরদের গুছিয়ে রেখে
ভেদে বিবিধে মানুষে গেঁথে
ভিন্ন-মালার স্পেক্ট্রা-স্টেটে
দেশেরা সেদিন বিরতিহীন–
ছবি: কুন্তল
লেখকের কথা: ইন্দ্রজিৎ ঘোষ
জন্ম নদিয়া, বেড়ে ওঠা কলকাতা, আপাতত ঠিকানা দিল্লি। বিধিবদ্ধ পড়াশোনা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ফরাসি ভাষা ও সাহিত্য নিয়ে। পেশা লেখালিখি, ভিডিও তৈরি ও অনুবাদ।
This poem stands out!
Quite smart approach.. keep up.
সময়পোযোগী …… অসাধারণ..
অন্য রকম ছন্দে লেখা
“ঈশ্বরদের গুছিয়ে রেখে”– চমৎকার!
Darun dada keep it up and next time you will crack a big bomb