এই স্বাধীনতা

কবি: নীল আকাশ ইন্দ্রনীল দাস

স্বাধীনতা হল, বিবর্ণ কোন তারা, নীল আকাশের কোলে;
স্বাধীনতা হল, মরুভূমির মরীচিকা, শুকনো নদীর জলে;
যে শিশুটি ফুটপাতে থাকে, না খেয়ে শোয় রাতে;
তাদের কাছে স্বাধীনতা মানে, একটু লবন শুকনো ভাতে।
ধনীর কাছে স্বাধীনতা মানে, একটা ছুটির দিন,
স্লোগানে স্লোগানে দেশপ্রেম আর, মেকি ভাতৃপ্রতিম।
রোদ বৃষ্টি মাথায় করে, কৃষক ধরে, হাল মাঠে;
তারাই তো আজ, বঞ্চিত হয়, লুন্ঠিত সংঘাতে।

স্বাধীনতা হল, পরাধীনতার নজর ঘুরিয়ে রাখা,
দুটোই আসলে সমান্তরাল, শূন্যস্থান ফাঁকা।
মুক্তি আসুক ঐক্যতানে, ধর্মকে দূরে ঠেলে,
আমায় একটু বাঁচিয়ে রাখো, স্বাধীনতা হেরে বলে।

স্বাধীনতা মানে, আমার কলম, ফাঁকা ডাইরির পাতা;
স্বাধীনতা মানে, আমার দেশ, আমার বুকেতে গাঁথা।
স্বাধীনতা মানে, ঐক্যতা আর সমৃদ্ধির যৌথ রথের ডোর;
আমার স্বাধীনতা আনুক আকাশে, নতুন কোন ভোর।


ছবি: কুন্তল


লেখকের কথা: নীল আকাশ ইন্দ্রনীল দাস
বাড়ি মালদা, পশ্চিমবঙ্গ। পেটের জ্বালা মেটাতে শিক্ষকতা এবং মনের জ্বালা মেটাতে গান গাই, কবিতা লিখি। তবে আমি কোন কবি হতে চাই না। একজন পাগল হতে চাই; যে কিনা অকারণে এক আকাশ কবিতা লিখে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum