স্বাধীনতা দিবস

কবি: জিৎ কুন্ডু

আমি সেই দেশের জোয়ান
যেখানে রোজ ধর্ম কাড়ে প্রাণ
যেখানে খবরে অলিম্পিকের সোনা আসে না
আসে শুধু রোগ মৃত্যু আর অযাচিত কামনা
তাও সেই দেশ আজ প্রণাম জানায় কবিগুরুকে
স্যালুট করে তার প্রত্যেক বীর শহীদকে

আমরা আজ মাথানত করি তাদের সামনে
মৃত্যু-ও তুচ্ছ যাদের দেশভক্তির সমরে
হ্যা আমি সেই ভারতবাসী
ভারত আমার মা আমি তারেই ভালোবাসি
সবার সেরা আমার মহান ভারত
যেখানে দেবী নয় মায়ের পুজো করে শরত

অতিথি নারায়ণ রূপে এসে দিলি যারে ধোঁকা
ভাবলি এ তো মেয়ে মানুষ নিতান্তই বোকা
সাহেব হয়ে ঘুরলি তোরা পরে জুতো-মোজা
সুভাষ বোসের আজাদ হিন্দ করলো তোদের সোজা
ক্ষুদিরামের ফাঁসিতে হয়েছিলো যে সুপ্রভাত
সাতচল্লিশের পনেরোই আগস্ট তার-ই শেষ হাত

মা আমার ভিখিরি হলো, মিটলো না তোদের আশ
যাবার বেলায় কেটে দিলি মায়ের অঙ্গ পাশ
তবুও মোরা হাল ছাড়িনি, হবো সেরার সেরা
তখন তোরা-ই এসে বলবি মা তুমি-ই জগৎসেরা
যুদ্ধ হেরে বাধ্য হয়ে করলি তোরা আপোষ
দুঃখিনী মাকে উপহার দিলাম গর্বের স্বাধীনতা দিবস


ছবি: কুন্তল


লেখকের কথা: জিৎ কুন্ডু
যাদবপুরের ডিপ্লোমার কম্পিউটার বিভাগের ছাত্র। লেখাটা নিতান্তই শখের বশে। এছাড়া আবৃত্তির শখে রয়েছে নিজের ইউটিউব চ্যানেল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum