কবি: কাজল মণ্ডল
এক সময় উজ্জ্বল দিনের শাসন ফুরায়।
ক্লান্ত শব্দরা সব একে একে সব হারায়!
পালকের জলবিন্দুটুকু ঝেরে ফেলে ঘরচলা জল থেকে ওঠা হাঁসেরা মিলে।
ধীরে ধীরে পাখিরা ফিরে আসে নীড়ে।
শান্ত সন্ধ্যা নামে এই বাংলার কুটীরে।
এপাশে ওপাশে জোনাকিরা ঝিক্ মিক্।
ঐ আকাশে তারারা উদাস চিক্ মিক্।
চারপাশ মুখরিত করে ঝিঁঝিঁরা।
আলতো ডানা মেলে ভাসা ভাসা স্বপ্নরা।
এটা একটা ছোট্ট অজ গাঁ।
ব্যস্ততা থেকে দূ-র- এক গাঁ।
এখন চারপাশ ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়–
আর মন ছুঁয়ে যাচ্ছে মুক্ত রূপকথায়।
ছবি: কুন্তল
লেখকের কথা: কাজল মণ্ডল
বহরমপুর নিবাসী। শিক্ষক। টুকটাক লেখালেখি করি।
শান্ত কথা