কবি: অঞ্জলি দে নন্দী, মম
প্রকৃতির সৃষ্টি এ মন।
এ তো চির স্বাধীন।
কেউই কখনও পারে না
এর স্বাধীনতাকে করতে অপহরণ।
এ এর নিজের মতো করে চলে।
কখনও এ থামতে পারে না।
স্বাধীনতার আনন্দে এ নাচে
তা তা তা ধিন ধিন ধিন।
আপন পথে এ অনন্ত পথ চলে।
যুগে যুগে যুগে কত কথাই না বলে।
যে পারে মনের এ স্বাধীনতাকে অমর করে।
নব ইতিহাস সৃষ্টি করে।
মন হল সবচেয়ে শক্তিময়ী।
চির বিজয়ী।
ছবি: কুন্তল
লেখকের কথা: অঞ্জলি দে নন্দী, মম
জন্ম ১৯৬৬ সালের ১৭ই ডিসেম্বর। কলকাতার রামমোহন কলেজে পড়াশোনা। প্রফেশনাল রাইটার।