স্বাধীনতার চেহারা

কবি: মরফিয়াস্

সিগারেটের শেষ ধোঁয়াটা
হাওয়ায় মিশে যেতে দেখলাম,
এখুনি গাড়ি এসে পড়বে
আজ বাড়ি ফিরতে হবে।

হোস্টেলটাকে এই তো ভালোবাসতে শিখছিলাম,
ছন্নছাড়া ছিলাম, এলোমেলো ছিলাম,
জীবনটাকে আঁকড়ে বাঁচতে শিখছিলাম
যেমন ছিলাম, বেশ ছিলাম।

কোনো এক বিকেলে
বেরিয়ে পড়তাম আমরা কয়জন,
জীবনের হিসেব বুঝতাম চা, চপ, সিগারেটের
দাম দিয়ে।

এই আমার স্বাধীনতার চেহারা।
বাড়ির আদর হঠাৎ মনে করিয়ে দেয়,
হোস্টেলে থাকলে কী করতাম।
নিজেকে চেনার চেষ্টা করতাম।

হয়তো আবার ফিরে আসব,
হাজার হয়রানির মধ্যে আবার
একটা শৃঙ্খলা খুঁজে পাবো।
‘স্বাধীনতা’কে নিজের মতো লিখব।


ছবি: কুন্তল


লেখকের কথা: মরফিয়াস্
আসল নামটা উহ্য থাকলো আপাতত। জন্ম কলকাতা, বাসস্থান দিল্লি। বিমূর্ত চিন্তনে বিশ্বাসী এবং প্রেমের কবিতা থেকে সিরিয়াল কিলিং আর পুরাণ থেকে কল্পবিজ্ঞান সবেই আগ্রহী, যার ফলে সময়-অসময় ছুটকো লেখা বেরিয়ে পড়ে। চরম স্তরের সিগারেট খোর এবং চা পিপাসু। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum