খর্ব হওয়া নারীশক্তি

কবি: নিকিতা মুখার্জ্জী (নীহারিকা)

আজও কিছু প্রতিভা
                      বোরখার আড়ালে, 
মাটি চাপা পড়ে যায়. . .      
                     আজও শিকল-মুক্ত হয়নি, 
কিছু উড়ন্ত নারী শক্তির।               
                     আজও কন্ঠ-রুদ্ধ করা হয় ওদের. . .
ওরা আজও ভ্রুনেই নষ্ট হয়,                
                     কিছু ব্যাতিক্রমী পুরুষ সমাজ
যারা জোর গলায় বলে. . .
                     ‘তোমরা স্বাধীনতা লাভ করেছ’
তারাও কখন গভীর ভাবানুরাগী হয়ে,              
                     ওদের নারী স্বাধীনতা খর্ব করে।।


ছবি: কুন্তল


লেখকের কথা: নিকিতা মুখার্জ্জী
ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার অর্ন্তগত চুঁচুড়া (পো: সাহাগঞ্জ) আমার জন্ম ২০০০ সালে ৯ এপ্রিল। হুগলী জেলার অন্তর্গত ব্যান্ডেলে ‘হুগলী বালিকা উচ্চবিদ্যালয়’ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ‘শ্রীরামপুর মিশনারী কলেজ’ এ বর্তমানে ‘সাহিত্য অনার্স’ নিয়ে B.A (তৃতীয়বর্ষ) তে পঠনপাঠন করছি। আমার বাবা প্রশান্ত মুখার্জ্জী হকারীর সাথে যুক্ত এবং মা রিন্টি মুখার্জ্জী গৃহবধূ। ছেলেবেলা থেকে লেখালিখির ওপর টান ছিলো অগাধ তাই মাত্র দ্বিতীয় শ্রেণীতে পঠনপাঠন এর সময় জীবনের প্রথম কবিতা লেখা শুরু, অষ্টম শ্রেনীতে থাকা কালীন ‘আমি লিখছি’ নামে একটি কবিতার বই ছাপা হয়। বেশ কিছু জায়গায় আমি নীহারিকা নামে লেখালিখি করি তাই সুবিধার্থে নামের পাশে এই নামটিকে যুক্ত করি। ইতিমধ্যে বেশ কিছু পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে।

60 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    অসাধারণ দিদিভাই… আসলে সমাজ মানতে চাইনা যে তাঁদের রূপটাই এতো কদর্য.. যখন তাঁদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় তখন তারা নিজেরাই ঘৃনাই স্বীকার করতে পারে না… তবে আমার বিশ্বাস নতুন ভোর অবশ্যই আসবে…. যতদিন আমাদের স্বর থাকবে বাতাসে… আর লেখা থাকবে লিপিতে… ততদিন প্রতিবাদ হবে ❤️❤️❤️

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum