স্বাধীন হতে চাই

কবি: পলাশ পাল

শহরতলির ওই পথগুলো আজ বেশ দুর্গম।
মনে হচ্ছে ওদের জন্য এক একটি মরুভূমি।
ধুলো মাখা পথে ধুলোর আলিঙ্গনের মাঝে বন্দী
সবেমাত্র হামাগুড়ি দেওয়া
দুধ না পাওয়া উলঙ্গ শিশুটি
একটু অন্ন খুঁজছে ধুলো হাতড়ে।
ওই দুর্গম সমাজের অলিতে গলিতে
খিদের জ্বালায় অন্নের সন্ধানে
কচি আঙুলের টাটকা রক্ত
আজ বলে দিতে চাইছে,
“আমরাও যে একটু স্বাধীন হতে চাই।”


ছবি: কুন্তল


লেখকের কথা: পলাশ পাল
পলাশ পাল ১৯৯২ সালের ১০ই জুন হুগলী জেলার মানকুন্ডু পালপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবার নাম পরিতোষ পাল। ছোটবেলা থেকেই লেখালিখি করতে ভালোবাসেন। মূলত কবিতা ও ছড়া লেখেন। প্রথম লেখা প্রকাশিত হয়েছে আহোরী পত্রিকায়। এরপর বেশ কিছু পত্রিকা, ম্যাগাজিন এবং বাংলা স্টেটসম্যান এ লেখা প্রকাশিত হয়েছে। কবিতা ও ছড়া নিয়ে এগিয়ে চলাই মূল লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum