কবি: পার্থপ্রতিম সিংহ
আগস্ট মাসের পনেরো মানে
উৎসবেরই গন্ধ।
দেশবাসির হাসি মুখে
জাগে খুশির ছন্দ।
প্রভাতফেরির মিছিল মানে
ফুল পতাকার বন্যা!
একি হঠাৎ বৃষ্টি ঝরাস্
মেঘ বালিকা কন্যা?
ওমা, এটা বৃষ্টি নাকি!
বৃষ্টি কোথায় বল্?
দেশের জন্যে শহিদ যাঁরা
তাঁদের চোখের জল!
ছবি: কুন্তল
লেখকের কথা: পার্থপ্রতিম সিংহ
একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৬-র বইমেলাতে প্রথম প্রকাশিত ইংরেজি ছড়াগ্রন্থ। আজ পর্যন্ত প্রকাশিত কিশোরগল্প গ্রন্থ দুই, বাংলা ছড়া গ্রন্থ দুটি, English Grammar for School Students চারটি। বিভিন্ন পত্রিকার শারদীয় সংখ্যায় ছড়া বেরিয়েছে। উল্লেখ্য, “লেখালিখি” -তেও ইতিমধ্যে ছড়া প্রকাশিত হয়েছে।