কাকদ্বীপের দুর্গারা

কবি: রাজদীপ নায়ক

আপনাদের মনে আছে ৬ই নভেম্বর?
মেঘ বাতাসকে রুদ্ধ করে, হাতে ছিল দা, খুন্তি ঝাঁটা
কতকাল আর ছাই চাপা আগুন, ধিকধিক তার শিখা।
পোড়া গন্ধে ভরপুর, সব বাবুদের ঘর
আমিও যাব সংগ্রামে, সঙ্গে যাবে বর।
সেই বাতাসে আজো ভাসে বাতাসীর সুর
সে গলাতে আগুন ছিল, তেজও ছিল ভরপুর।

“ময়ি সর্বানি কর্মানি সংন্যস্যধ্যাত্মচেতসা।
নিরাশীনির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ।।”

সেদিন চন্দনপিঁড়ি জানত, জানত আশ্বনী, বাতাসী, উত্তমী
এই বিদ্রোহ, এই মশাল আচ্ছন্ন করবে বারুদমাখা রজনী।
রক্তে তারা ভাসতে জানে, তবু রক্তলোলুপ নয়
পুলিশ প্রশাসন কতদিন আর রুদ্ধ রাখবে, তুচ্ছ তাদের মৃত্যুভয়।
বাবুরা সব চামার বড়, দিনের আলোয় সূর্যতেজ
গোপন রাতে অন্ধকারে মুক্ত করে নরম শরীর কন্যাবেশ।
অর্থপিশাচ জোতদারেরা করের পরে চাপায় কর
জানতো নাকো ফুঁসছে ঢেউ, আসছে তেড়ে ভীষন ঝড়।

“নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ো হ্যকর্মনঃ।
শরীর‍যাত্রাপি চ তে ন প্রসিধ্যেদকর্মনঃ।।”

অহল্যা সেদিন মা নয়, অহল্যা সেদিন পত্নী নয়
সেদিনের অহল্যারা পোষিণী, তোষিণী, সংহারিনী।
জরায়ুর অন্ধকারে মাতৃনাড়ীতে আবদ্ধ ভ্রূন
পরাঙ্মুখ মৃত্যু তার, পায়নি পৃথিবীর পঞ্চগুন।
গর্ভবতী সোহাগিরে কয় যাসনেরে তুই ওখানে
শোনেনি মানা, সঙ্গী ভ্রূন ঝাঁঝরা হল বারুদমাখা মৃত্যুবানে।
তবু আগুন, আগুন এখন জ্বলে কই
স্বাধীনতা জন্ম নেবে, আমরা যদি তৈরি হই।
কে বলেছে সংগ্রামে মরেছে শুধু অহল্যা, বাতাসী, উত্তমী
সাহস গেছে শাসন করার, শোষন করার, নারীরা সব সর্বানী।

“সুরবরবর্ষিনি দুর্ধরধর্ষণি দুর্মুখমর্ষিণি হর্ষরতে
ত্রিভুবনপোষিণি শংকরতোষিণি কিল্বিষমোষিণি ঘোষরতে।
দনুজনিরোষিণি দিতিসুতরোষিণি দুর্মদশোষিণি সিন্ধুসুতে।
জয় জয় হে মহিষাসুরমর্দিনি রম্যকপর্দিনি শৈলসুতে।”


ছবি: কুন্তল


লেখকের কথা: রাজদীপ নায়ক
টুকটাক লেখালেখি করি। ভালোবাসি ছবি আঁকতে। আর জানতে। মেদিনীপুরের গ্রামে বড় হওয়া। তাই শৈল্পিকভাবনা জগতের অনেকটাই গ্রাম্য প্রকৃতি ছোঁয়া থেকে যায়। তবে কলকাতাকেও ভালো লাগে। শিব্রামের মতো ফুটপাতে ঘুমানোর ইচ্ছে আছে, দেখি ইগোটা কাটিয়ে উঠতে পারি কিনা। আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বড় প্রিয়। তিঁনি এক প্রবন্ধে লিখেছিলেন, “বাংলায় এতো কবি কেন?”। এটা সত্যি কানে বাজে। তাই কাউকে লেখা গুলো পড়ানোর সাহস হয় না। যদি বকা দেয়, এগুলো লেখা নাকি। এক বন্ধুর আদেশ শিরঃধার্য করে লেখা দিলাম এখানে। তারপর বসে আছি বকুনির অপেক্ষায়।

4 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    অসাধারণ । পড়তে পড়তে চোখের সামনে সব ভেসে উঠে এলো। গায়ে কাঁটা দিল।♥️♥️কবি কে প্রণাম আর ভালোবাসা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন