অমর একুশে

কবি: রাজু দাস

আন্দোলন, আন্দোলন
তোমার আমার আন্দোলন
ঝরবে রক্ত, পড়বো ফাঁসি
পিছু হাঁটতে নারাজ বঙ্গবাসী,
কণ্ঠে মোদের স্বাধীনভাষা
আ-মরি বাংলাভাষা।
অমর একুশে ফেব্রুয়ারি তোমার
অমর একুশে ফেব্রুয়ারি আমার
শহীদ সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি
রক্তে রাঙানো মাতৃভাষার লহ প্রণাম,
শহীদদের স্মরণে নির্মিত করিলাম
নত আমার শির
বীরযোদ্ধাদের স্মৃতি চরণে।


ছবি: কুন্তল


লেখকের কথা: রাজু দাস
জন্ম ৩ মে ১৯৯১ সালে কলকাতা জেলায়, পিতা শ্রী হরিচরণ দাস, মাতা শ্রীমতী সীমা দাস, বর্তমান নিবাস সুভাষগ্রাম, প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বছর দুয়ের হল কবিতা লিখছেন, বেশ কিছু ওয়েব ম্যাগাজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা নিয়মিত লিখছেন, প্রথম কবিতা প্রকাশিত হয় কল্পসাগর সাহিত্য পত্রিকা ও সনেট পাবলিকেশনের হাত ধরে, প্রথম কাব্যগ্রন্থ “কবিতায় একডজন” প্রকাশিত হয় কলকাতা বইমেলা ২০২০ প্রকাশনায় অক্ষর সংলাপ প্রকাশন।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum