স্বাধীন দেশে নারী

কবি: রেবেকা সুলতানা শিল্পী

বদ্ধ ঘরের এককোনাটা ভীষণ রকম আপন,
বন্ধ ঘরে বন্দি হতে কেউ করে না বারণ।
স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীন দেশে বাস,
মুক্ত বাতাসে নেয়া হয় না তবু প্রাণ ভরে নিঃশ্বাস।

ঘরে বাইরে পা দিতেই ভয় কুঁকড়ে ধরে,
নারী আমরা মায়ের জাত যায় যেন সবাই ভুলে।
স্বাধীনতা বলতে কেবল স্বাধীন দেশ খুঁজো?
স্বাধীন মানুষ বলতে পুরুষ, মেয়ে মানুষকেও বুঝো।

ধর্ষিত হয়ে মেয়ে যখন রাস্তায় পড়ে থাকে,
“মেয়ের দোষে সব হয়েছে” বলে, মুখটা সবার বাঁকে।
“যত দোষ নন্দ ঘোষ” এই প্রবাদের জোরে,
নন্দ কোথা? দোষ তো কেবল মেয়ে মানুষের ঘাড়ে।

উত্ত্যক্ত করার সময় ছেলের দোষ নাই,
মেয়ের চাল-চলন ভালো না, এটা ঘটা করে ছড়ায়।
স্বাধীন দেশের নাগরিক আমরা, মেয়ে মানুষ বটে,
তাই বুঝি রটনা ভালো করেই রটে?

শিক্ষিত হলেও বউ নির্যাতন এ আরেক ত্রাস,
বউ যেন বিয়ে করা বিনা পয়সার দাস!
শত্রু মুক্ত স্বাধীন দেশে, এরা তবে কারা?
স্বাধীন দেশে তবে কি মেয়ে, নিজ ঘরও হারা?

কর্মক্ষেত্র, রাস্তা, বাসা, নিরাপত্তা কোথায়?
দিন শেষে রুদ্ধশ্বাসে শৃঙ্খলে দিন কাটায়।
স্বাধীনতা স্বাধীনতা তুমি বড্ড বন্য,
স্বাধীন দেশে নারী নিরাপত্তা পদে পদে ক্ষুন্ন।

স্বাধীন দেশে স্বাধীনতা সবার জন্য নয়!
আমি মেয়ে বলেই কি তবে, মিছে বেঁচে রই?


ছবি: কুন্তল


লেখকের কথা: রেবেকা সুলতানা শিল্পী
আমি রেবেকা সুলতানা শিল্পী। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে। বর্তমানে আমি  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। লিখালিখি করতে চেষ্টা করি। গল্প এবং কবিতাই বেশি লিখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum