স্বাধীনতার গন্ধ

কবি: সমাজ বসু

আমার গায়ে স্বাধীনতার গন্ধ–
তাই ঝুঁকতে পারি না,
লিখতে গেলে ঝুঁকতে হয়, ঝুঁকি–

কত মুখ–
কত মুখোশ আর শিরদাঁড়া পরস্পর ঝুঁকে কথা বলে–
হাত মেলায়
আর নিমেষেই মিলে যায় সব অঙ্ক–
দেখি, আর লিখি–
লিখতে গেলে ঝুঁকতে হয়, ঝুঁকি।

জানি, এ জন্মদাগের ত্রুটি নয়–
স্বাধীনতার সূত্রে পাওয়া টানটান দেবদারু শিরদাঁড়া জানে,
আমার গায়ে স্বাধীনতার গন্ধ…….


ছবি: কুন্তল


লেখকের কথা: সমাজ বসু
আমি সমাজ বসু নামে দীর্ঘ বহু বছর যাবৎ বিভিন্ন পত্রিকায়, সংবাদপত্রে গল্প কবিতা লিখে আসছি। জাদুকাঠি নামে ছোটদের একটি বার্ষিক পত্রিকা সম্পাদনা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum