স্বাধীনতার করাঘাত

কবি: সুজাতা মুখার্জী

স্বাধীন হয়েও হলো না কিছুই
স্বাধীনতা যারে কয়,
ক্ষমতাবান শাসকদলে স্বাধীনতা
আটকে রয়।
1947 সালের 15 ই আগস্ট
তেরঙ্গার রেশ,
গোটা দেশের মানুষ দেখেছিল
অনাবিল আনন্দের বেশ।
দৈনন্দিন প্রতিটি পদক্ষেপে
মানিয়ে নিতে যাই,
রক্ত ঝরানো স্বাধীনতার অর্থ
খুঁজে নিতে চাই।
কূটনীতির আস্বাদনে আজ
স্বাধীনতা বন্দী,
গরিবের ফুটো চাল আরো
ফুটো করার ফন্দি।
ব্যবসায়ীদের লক্ষ্য পূরণের স্বপ্নে
সরকারি সম্মতি,
নিচের তলার থেকে কেড়ে নেওয়াই
আধুনিক জীবনের উন্নতি।
এতবছর পরেও স্বাধীন হয়েছে কি
দেশের সীতা-সতী-সাবিত্রী?
স্রোতের প্রতিকূলে ভাসলেই হতে হয় তাদের
রসালো কুৎসার সামগ্রী।
স্বাধীনতা উপলব্ধির অপেক্ষায়
ইতিহাসের পাতা ঘাঁটি,
মধ্যবিত্ত সমাজে এখনও স্বাধীনতা একটি
দিবস হিসেবেই জানি।।


ছবি: কুন্তল


লেখকের কথা: সুজাতা মুখার্জী
আমি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা। ছোটো থেকেই  বাংলা পড়তে, লিখতে ভালোবাসতাম। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও বাংলা সাহিত্যের প্রতি টান অবিচ্ছিন্ন রয়ে গেছে। সেই থেকেই একটু-আধটু লেখালেখি করি। আমি সবসময় নতুন কিছু করতে চাই। গল্পের বই পড়া, আঁকা, গান করা – এগুলিও আমার শখের মধ্যেই পড়ে। আমি ফার্মাসি পড়ছি এবং এই বিষয় নিয়ে আরও এগোতে চাই। আমি আমার লেখার মাধ্যমে দর্শকদের মধ্যে সচেতনতার বিকাশ ঘটাতে চাই এবং দেশের একজন নাগরিক হিসেবে কাজ করতে চাই। 

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum