আপনারা অনেকেই জানেন যে, প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর সন্তান অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করছেন। এই পুরস্কারের জন্য সববাংলায় লেখালিখি থেকে কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ বিভাগের জন্য লেখা আহ্বান করা হয়েছিল। আপনাদের থেকে যে বিপুল সাড়া মিলেছে, তাতে আমরা আপ্লুত। লেখালিখির সম্পাদকমন্ডলীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এত সংখ্যক ভাল লেখার মধ্যে পুরস্কারের জন্য সেরা লেখা বেছে নিতে।
দীপায়ন – ১ পুরস্কারের জন্য বিভাগ অনুযায়ী নির্বাচিত লেখা, লেখকের নাম ও তাঁর লেখাটির লিঙ্ক নিচে দেওয়া হল:
বিভাগ : কবিতা
পুরস্কার মূল্য : ৩০০ টাকা (প্রত্যেক বিজয়ী)
“নির্মাণ”, সোনালী ঘোষ, https://lekhalikhi.sobbanglay.com/poems/nirmaan/
“আত্মোদীপ ভবঃ”, আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী, https://lekhalikhi.sobbanglay.com/poems/atmodeep-o-bhobo/
“গুচ্ছ কবিতা”, সৌরভ দেববর্মণ, https://lekhalikhi.sobbanglay.com/poems/guccho-kobita/
বিভাগ : ছোট গল্প
পুরস্কার মূল্য : ৫০০ টাকা (প্রত্যেক বিজয়ী)
“লেটারবক্স”, সিদ্ধার্থ দাশগুপ্ত, https://lekhalikhi.sobbanglay.com/stories/letterbox/
“স্বপ্ন”, মৈত্রেয়ী ব্যানার্জী, https://lekhalikhi.sobbanglay.com/stories/short-stories/swapno/
“গন্ধ”, মধুমিতা ঘোষ, https://lekhalikhi.sobbanglay.com/stories/gondho/
“ক্রুড অয়েল”, পিনাকী চক্রবর্তী, https://lekhalikhi.sobbanglay.com/stories/crude-oil/
বিভাগ : প্রবন্ধ
পুরস্কার মূল্য : ৮০০ টাকা
“বাংলা সাহিত্যে তথাকথিত আধুনিকতার সূত্রপাত এবং রাজনীতি”, শুদ্ধসত্ত্ব ঘোষ, https://lekhalikhi.sobbanglay.com/essays/bangla-sahitte-tothakothito-adhunikotar-sutropat-ebong/