নূপুর হয়ে বাঁচতে চাই তোমার পায়ে সখী
লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
নূপুর হয়ে বাঁচতে চাই তোমার পায়ে সখী।
আমার এ একেলা জীবনে সঙ্গী হও-
ধন্য কর তোমার ছোঁয়ায়, ও সখী।
দিবস রজনী মাতিয়ে রাখব তোমায় তুলে প্রেমের ধ্বনি
মাঝে মাঝে আলতা পড়ে রাঙিয়ো আমায় ওগো প্রাণের দেবী।…

