লেখক : মাসুক খান
যাবো একদিন চলে এই জগৎ ছেড়ে।
থাকবো একা বদ্ধ ঘরে।
দেখতে পাবো না মাগো তোমার হাসি।
পাবো না দেখতে সুন্দর বিকেলকে।
পাবো না দেখতে সোনালি ধান ক্ষেতকে,
পাবো না দেখতে সেই রোদে পোড়া করিম চাষাকে।
পাবো না দেখতে ঘন কালো মেঘকে।
পাবো না দেখতে নিঝুম বৃষ্টিকে।
পাবো না দেখতে সেই ছোট নদীটাকে,
পাবো না দেখতে সেই জামাল জেলেকে।
পাবো না দেখতে সেই বছরী কচু ফুলকে।
যাবো একদিন চলে এই,জগৎ ছেড়ে।
ভেবে কাটাবে মোর স্মৃতি, মোর চিন্তায় দিন।
মায়ের কাছে জিজ্ঞাসা করবে,
কই সেই স্মৃতিধর বালক?
কই তার স্নিগ্ধ সুবাস?
কবর বলিবে পাচ্ছি আমি তার স্নিগ্ধ সুবাস।
লেখক পরিচিতি : মাসুক খান
আমি একজন একাদশ শ্রেনীর ছাত্র।নিজের স্বপ্ন পূরণের জন্য ছুটে চলেছি।