এক জন্মে

লেখক : কাকলি রায়

এক জন্মে কত সম্পর্কের কবর
খোঁড়ে মানুষ, বুকের ভেতরে ?
এক জন্মে কতবার নিজেকে ভেঙে
গড়ে মানু্‌ষ, ভালোবাসা পেতে ?
এক জন্মে কতবার নতুন জন্ম
নেয় মানুষ, বাঁচার তাগিদে ?
হিসেব রাখে কে ? হিসেব রাখে কে ?


লেখক পরিচিতি : কাকলি রায়
কলকাতাবাসী। কলকাতাতেই জন্ম ও কর্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশা শিক্ষকতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।