লেখক : তামান্না হক রুহি
ঢেউ উঠেছিল তরুণ হৃদয়ে,
স্বপ্ন ছিল চোখে, একতার স্রোতে।
সময়ের রণভূমি, আগুনের পথ,
২৪ সালে জ্বলল এক নতুন জ্যোত।
কোটা নিয়ে ছিল আশা, ছিল ক্ষোভ,
কোটি কণ্ঠস্বর একসাথে হল রোভ।
কে দেখবে? কে শুনবে ন্যায়ের দাবী?
সত্যের পতাকা উড়লো, উড়লো অভাবী।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
হৃদয় গাঁথা হলো ত্যাগের সূঁচে।
মাটি কাঁপলো, বাতাসে ছড়ালো সুর,
একটি প্রজন্মের বিজয়ী জয়ধ্বনি পুর।
পথে পথে মিছিল, মুখে মুখে স্লোগান,
“ন্যায় চাই, অধিকার চাই, মুক্তির সন্ধান।”
এ কণ্ঠ চুপ হয় না, থেমে যায় না হাঁটা,
তরুণেরা জানে কেমন জ্বলে ন্যায়ের বাতাসা।
বয়স ছিল না বড়, তবু ছিল সাহস,
এই প্রজন্ম গড়ল সাফল্যের ইতিহাস।
কোটা আন্দোলন শুধু দাবি নয়,
এ ছিল ভবিষ্যৎ গড়ার মন্ত্রময়।
গোপনে নয়, প্রকাশ্যে বলি আজ,
তাদের জন্য উঠেছে নতুন রাজ।
তারা যারা মাটিতে বুনেছে বীজ,
ভবিষ্যতের আকাশে নেবে তারা লিজ।
অধিকার আর স্বপ্নে বাঁধা সুর,
২৪-এর কাব্য রবে হৃদয়ের পুর।
নতুন দিনের সূর্য উঠবে ধীরে,
যে প্রজন্ম জানে কীভাবে বাঁচতে ন্যায়ের জীবে।
লেখক পরিচিতি : তামান্না হক রুহি
একজন নতুন লেখিকা