পাঁচটা মিনিট ধার

লেখক : মৌসম সামন্ত (অসুর)

আমার তৃতীয় চোখ, পেরিয়ে আসা সারেগামা,
সিঁড়ি দিয়ে উঠে আসা তার চোখের দিকেই গেলো
তারপর প্রশ্ন করলো : কীরকম আছো মানুষেরা?
বইয়ের পাতার আগুন অথবা বিদেশি কুকুরের
বমির মধ্যে যেখানে চলে চমৎকার মেয়েটির জেরা।

ভাষা নেই তাদের, রক্তে ওরা জড়িয়ে নিয়েছে সময়
যেখানে একা ফুটপাথে হেঁটে যাচ্ছো তুমি
কীভাবে কবিতা হবে? কীভাবে ভাবনা?
বোমা ভেবে যা ছুঁড়ে ফেলি, সব কবিতা হয়
কেনো এই দিনরাত আসে? কেনো প্রেম?
যে বুঝেছে তুমি তার সঙ্গে গিয়ে থাকতে শেখো
কেউ বাইরে যাবে, কেউ বসবে তোমার কোলে
আমার ছায়ারা দিব্যি তোমার চুমু খাওয়া দেখবে

আমার লাভার কাছে পড়ে আছে কার ছবি?
পথ কেটে যাচ্ছি, দু ইঞ্চি বালির উপর সবই
আপনমুগ্ধ মানুষ নিজেই আনন্দ হয়ে আছে
আমার বিকৃত বিক্রিত আত্মা চেয়েছিলে ঘরে
‘কী স্মার্ট হিংস্রতা তোমার’ তবু নেই কণ্ঠস্বরে।
যখনই মৃত্যুকে ভাবি, ধরে ফেলি আরও পাখি
তোমার জীবন থেকে পাঁচটা মিনিট ধার দেবে কি?


লেখক পরিচিতি : মৌসম সামন্ত (অসুর)
নমস্কার। আমি কলেজের ছাত্র। টুকটাক গল্প আর কবিতা লিখে থাকি।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum