আবার ঘুরে এলাম

লেখক : কালিপদ মন্ডল

আট বছর পর আবার ঘুরে এলাম –
সেই মুহূর্তগুলো আরেকবার পাওয়ার চেষ্টা,
পরিবর্তনের ছাপ পড়েছে কিছুটা
সেই মসৃণ পাকা রাস্তাটা এবার এবড়োখেবড়ো,
পথের ধারে সেই বড় গাছটার পরিবর্তে
দুটি ছোট আম গাছ আর দুটো তিনটে নতুন বাড়ি,
পরিচিত গন্ধের মাঝে কিছুটা অপরিচিত গন্ধ,
কিন্তু সেই গাছ গুলো আজও দাঁড়িয়ে আছে
মাথা তুলে একইভাবে;

মনে পরে সেই আবেগ ঘন দিনটা-
জীবনের প্রথম প্রেম, প্রথম আলাপ আমাদের
তারপর কেটেছে অনেক দিন,
তোমার আমার সম্পর্কের মত গাছগুলোও
এরই মধ্যে বহুবার বাকল পাল্টেছে ;
সেই গাছটাও কিছুটা পরিণত হয়েছে!
গাছের মধ্যে লেখা নাম দুটি
প্রায় শেষ হয়ে এসেছে ;

বহু স্মৃতি বিজরীত এই গাছ-
আমার আলিঙ্গনে লতার মত তুমি নুইয়ে পরেছিলে এই গাছেই
আলতো হাতে গাছটাকে ছুঁইয়ে দিয়ে
হাতে পেলাম সেই পুরোনো দিনের জানাশোনা পরশ।
ফিরে পেলাম সেই পুরানো দিন, সেই পুরানো সুখ।


লেখক পরিচিতি : কালিপদ মন্ডল
আমি ভারতীয়,ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গের মালদা জেলার গাঙ্গুরিয়া গ্রামে আমার জন্ম ১৯৯৫ সালে। ইংরেজি সাহিত্যে স্নাতক।বর্তমানে লিখালিখি সাহিত্যচর্চা ও পেশা শিক্ষকতা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন