অভিমান

লেখক : বিউটি পাল

আমি যে নারী, এটা কি কখনও ভুলে যেতে পারি,
তুমি কখনও কোনরকমের সম্মান পাওয়ার অধিকারিণী হতে পার না,
প্রয়োজনীয়তার শিরোনামে সবার ঊর্ধ্বে থাকলেও,
তোমার মূল্যনির্ধারণের ক্ষেত্রে,
তুমি সবার জীবনের সূচীপত্রের তালিকায় শেষে অবস্থান করবে,
যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না,
তোমাকে কেউ চিনতে পারবে না,
এমন মুহূর্তে যখন তারা পৌঁছবে যে,
তুমি তাদের কাছে প্রয়োজনহীন জড়বস্তু ছ|ড়া আর কিছুই নয়।
খুব সহজেই তোমাকে শেষের স্থান থেকে বিচ্ছিন্ন করে দেবে,
তাই তুমি মূল্যনির্ধারণের তালিকায় সবার শেষে স্থান পেয়েছ।

এবার আসি আমার কথায়,
আমি একটি অতি সাধারণ মেয়ে,
আমার ছোট থেকেই স্বপ্ন ছিল স্কুলশিক্ষক হব,
কিন্তু নিজের ভুলে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল,
তার পাশাপাশি আরও একটা ইচ্ছে আমার ছিল, সংসার করব মন দিয়ে,
কিন্তু ভাগ্যের পরিহাসে ও নিজের অক্ষমতায় সেটিও হ’ল না।
আমার জীবন ভাঙার ও গড়ার প্রক্রিয়ার পর্যায়ক্রমে কখন যে আমি নিজেকে নতুন করে গড়ে নিয়েছি,
সেটা আমি ছাড়া কেউই জানে না…
আমি কিন্তু খুব সুন্দর অভিনয় করতে পারি, নকল ও আসল হাসির অভিনয়…
কেউ ধরতে পারে না,
অথবা আমি আর কারও কাছে ধরা দিতে চাই না।

এখন আমি কাঁচামাটির ফুলদানি থেকে পাকামাটির ফুলদানিতে পরিণত হয়েছি,
যেটা মাটির জিনিস পুড়িয়ে তৈরি হয়,
তার ফলে আমার মন ও আমি প্রয়োজনের তুলনায় একটু বেশিই কঠিন হয়ে গিয়েছি…
আমার মন থেকে আবেগকে আমি চলে যেতে বলেছি,
আর দুর্বলতাকে আমি বলে দিয়েছি দশ বছর অপেক্ষা করতে…

এখনও অবধি আমার চরম সংকটের মুহূর্তে, আমার যতদূর মনে পড়ছে, আমি একাই লড়াই করে এসেছি, এবং লড়াই করে যাচ্ছি, ও যাব।
তাহলে আমি কেন কারও উপর নির্ভর করার কথা ভাবব বলতে পার?
আমি রাগ করি নিজের সাথে, অভিমানও করি নিজের সাথে, আর খুশিও হই নিজের সাথে…
আমার আমি ছাড়া আর কেউ নেই..
যাকেই নিজের ভাবি,পরীক্ষার ফলপ্রকাশের সময় দেখি, সে তো আমার কোনদিন ছিল না,
কিন্তু মৌখিকভাবে বলে রেখেছিল সে আমার ছিল আছে ও থাকবে, যেটার এক বিন্দুও সত্যি নয়,
তাই এখন ভাবা ও আশা ছেড়ে দিয়েছি, যে আমাকে কারও মনে পড়বে, বা আমাকে কেউ খুশি করার চেষ্টা করবে…

আমাদের জীবন, একটা রঙ্গমঞ্চ, আর এই মঞ্চে তারাই জয়ী হয় যারা নিজেকে ভালবাসে,
আর আমিও এই পরীক্ষায় একদিন জয়ী হব,
এই পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছি, এখন এই মুহূর্ত থেকেই…


লেখক পরিচিতি : বিউটি পাল
BEAUTI PAL

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up