লেখক : সৌম্যদ্বীপ চক্রবর্তী
রাস্তার এক পাশে শরিকি বাড়িটা একা
চারটে সংসার ছিটকে গেছে চারটে খোপে
ছাদ লাগোয়া লোহার পাইপে এক চিলতে ফাটল
চুঁইয়ে পড়া জলে কিছু লতা
অযত্নে বড় হচ্ছে ফাল্গুনের রোদে
লেখক পরিচিতি : সৌম্যদ্বীপ চক্রবর্তী
জন্মসূত্রে সোদপুর নিবাসী কিন্তু বর্তমানে কর্মসূত্রে হায়দ্রাবাদে বসবাস করি। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত কিন্তু মনেপ্রাণে সাহিত্যপ্রেমী। বাংলা ও ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষা ও সাহিত্য চর্চা করতে ভালোবাসি। অবসর সময়ে সবচাইতে প্রিয় কাজ ঘরে একা পায়চারি করা; সমস্ত কবিতার লাইন যেন তখনই মাথায় এসে ভিড় করে। সংগীত, বই ও সিনেমা আমার আত্মার অক্সিজেন
লেখাটি ভালো লাগলো