আছি, কাছাকাছি

লেখক : আশীষ দত্ত

কেমন একটা কিছু হচ্ছিল আজ বুকে ।
ক’মাস আগেও এমনটা এতো হতো না,
ইদানিং দেখছি প্রায়ই হয় ।
চিন্তা করবার অবশ্য কিছু নেই–
না তোর, না আমার   কারোরই ।
কারণ কষ্ট আর ভালোলাগা যে
মিলেমিশে একাকার হয়ে ওঠে
এই এক চিলতে বুকের ভেতরে ।
সে যে কেমন হয়,
তোকে বলে বোঝাতে পারব না ।
তুইও অবশ্য নিশ্চয় এমনটাই বুঝি
কারণ তুইও তো আছিস
আমারই ঠিক উল্টো পাড়ে
একই সরলরেখায় ।

বারবার সেই ঘুরে বেড়ানোর দিন,
হাসি ঠাট্টা গল্প মসকরার দিন,
হাতে হাত ধরে চলবার সময়
সারা শহরের ঈর্ষান্বিত চোখে
সেই যে তাকিয়ে থাকা,
সেই যে অপেক্ষায় থাকতে থাকতে
একরাশ রাগ পুষেও,
দেখা হওয়ার পরে সব রাগের
উধাও হয়ে যাওয়া—-
সব কিছু মনে পড়ে,
বড় ভালো লাগে,
বড় ভালো লাগে সেই সময়ে
বুকের ভেতরে রক্ত ঝরানো মোচড়টা ।

এই ভালো লাগাটার বড় দরকার ছিল,
হয়তো এই রক্ত ঝরানো মোচড়টাও—
দুজনে দুজনকে পাবার প্রাচুর্যে
যা হারিয়ে ছিল দৈনন্দিনতার তলায় ।

আজ মনে হচ্ছে,
যা হয়েছে তা বোধহয় ভালই হয়েছে ।
পাশাপাশি দুটো নির্জন দ্বীপ থেকে
চিৎকার করে কথা বলতে
বড় কষ্ট হচ্ছিলো দুজনেরই ।
কথা কিছু হতো না,
শুধু চিৎকার থেকে যেতো
ঘন হয়ে দ্বীপের বাতাসে ।
এখন যত দূরেই থাকি না কেন আমরা,
স্মৃতির নিরালা পথে
তবু তো দেখা হয়, তবু তো কথা হয়,
তবু তো আনন্দ ঘন হয়,
বেদনারা তোলপাড় করে
দুজনের মাঝে দুজনের জন্য ।


লেখক পরিচিতি : আশীষ দত্ত
আমি আশীষ দত্ত । একজন সখের লেখক ।রোমান্টিক থেকে রাজনৈতিক, সামাজিক থেকে ঐতিহাসিক, ভৌতিক থেকে গোয়েন্দা-- সব বিষয় নিয়েই লিখতে ভালবাসি । আমি মূলত গল্প, কবিতা এবং ছড়া লিখি ।

5 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum