আদিবাসী খাটুয়া

লেখক : সঞ্চিতা সিকদার

আদিবাসী খাটুয়া জঙ্গল সাফ করেছিল,
পাথর কেটে কেটে মাটির বুক চিরে
বুনেছিল ফসল,
তার দাম দেয়নি কেউ।

এই শহরের ঝুপড়ির আস্তাকুঁড়েতেও
মেলেনি ঠাঁই।
একদিন সে ভিক্ষা চেয়েছিল দ্বারে দ্বারে…
তোমাদের সভ্যতার বুলি তার কানে যায় না!

খোলা আকাশের নীচে, ক্ষুধার্ত পেট চেপে শুয়ে ছিল রাস্তার ধারে, পিষে দিয়েছিলে তোমরা,
পিষে দিয়েছিলে তার পরিবারকে,
অঙ্কুরে বিনাশ করেছিলে শত শত খাটুয়ার স্বপ্ন।

আবার, কোন এক আদিবাসী খাটুয়া
একদিন জঙ্গল সাফ করে পাথর কেটে কেটে,
মাটির বুক চিরে সভ্যতা আনবে,
তোমাদের জন্য!


লেখক পরিচিতি : সঞ্চিতা সিকদার
সঞ্চিতা সিকদার জন্ম ১৯৭৭ সালে নদীয়া জেলায়, পেশা শিক্ষকতা। তিনি বাংলা সাহিত্য জগতের একজন পরিচিত লেখিকা। যার একাধিক গল্প এবং কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সাথেই যৌথ সংকলন এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন