লেখক : শমীক দে
দিন আর বেশি নেইরে ভাই, বাজবে পুজোর ঢাক,
চারিদিকে উঠছে জেগে সাদা কাশের ঝাঁক।।
শরৎকালের নীল আকাশে সাদা মেঘের ভেলা,
রোদ্দুর আর বৃষ্টি মিলে চলছে সারাবেলা।।
মা আসছেন দোলায় চেপে, সঙ্গে পুত্রকন্যা,
আগমনীর সুরে আসে জনগণের বন্যা।।
জনজোয়ারে ভাসবে জেলা, ভাসবে শহর গ্রাম,
বাঙালির দুর্গাপূজার তাই তো এত নাম!!
মনে খুশির প্রদীপ জ্বালো,
শুভ শারদীয়া কাটুক ভালো।।
লেখক পরিচিতি : শমীক দে
আমি শমীক দে পশ্চিম বাংলার রিশড়ায় থাকি। লেখক হবার ইচ্ছে আছে। "লেখালিখি" কে কেন্দ্র করে লেখালিখির প্রতিভা বিকাশ করতে চাই।