আজো আবার

লেখক : মানব মন্ডল

মন্থর বেগ আজো আবার নেমে এলো শীতল অন্ধকার।
স্বল্পের চেনা অন্ধকার কতো তাড়াতাড়ি আপন করে আমায়,
স্মৃতির গল্পের ভিড়ে আমায় নিয়ে হারিয়ে যায় ,
শব্দ গুলো মিশে গেলো নিঃস্তব্ধতায়
বাতাসের গান ঘুমিয়ে পড়ল
দীঘির জলে।
জানি আজ গেছো আমায় পুরো ভুলে,
নতুন করে সাজিয়ে নিয়েছো নতুন প্রিয় জনের তরে।
তুমি এখনো জোৎস্না অপরের ঘরে।
আমি ডুবছি আরো আরো অন্ধকারে।
তোমার চোখের সেই মৌনতা,
হাসি স্বচ্ছলতা, তবু বেঁচে আছে আমার হৃদয়ের সব ঝংঙ্কারে।
আজো আবার রোজকার মতন তোমার কথা ভীষন পড়ছে মনে
রাতের ঘ্রানে অপরূপ মোহে আজো তুমি আছো আমারই কাছে।


লেখক পরিচিতি : মানব মন্ডল
কবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum