লেখক : সৌরভ দেববর্মণ
তোমাকে এখনও এভারগ্রীনই ভাবি
তুমিই আমার একডালিয়া ছিলে
হাঁটতে যেমন পুতুল, দেওয়া চাবি…
সেবার হিট ছিলে চুড়িদার, হাই হিলে
আমি পরিচিত এপার বাংলা জাতক
তুমি বিদেশিনী অরিজিন হ’ল সিলেট
তোমার ফ্যামিলি হাইফাই বড়োলোক
আমরা অভাবী, বাবা যেত জুট মিলে
উৎসব জানে, এই ভেদাভেদ মানা?
তোমায় দেখেই ধড়কন ওঠে দিলে
হৃদয় বলল মাথাকে কবিতা বানা
রুক্ষ জীবন সাজাব অন্তমিলে
এরপর কত গড়িয়েছে জল নদীর
আজও এদেশী, তুমি বদলিয়ে বিলেত
আমার বাঁচাতে প্রাধান্য কিছু যদির…
যেন ফিসফ্রাই মিসিং ভেটকি ফিলে
উৎসব আসে প্রতিবার চলে যায়
আকাশ আলোয় মাতে সাদা আর নীলে
হয়তো মেতেছ সোশাল এই মিডিয়ায়
হয়ত বেনামে লক কোন প্রোফাইলে
একই আছি সেই যেমন দেখেছ আগে
খুঁজে পেয়ে নাম ফ্রেণ্ড রিকোয়েস্ট দিলে
বন্ধুত্বটা আপন করব হাগ্-এ
বাঁচতে চাইছি ছদ্ম একটি ডিল্-এ
জ্বলতে দেখব সবুজ বাতির দানা
অনলাইন আছ, এ’টুকুই সান্ত্বনা
লেখক পরিচিতি : সৌরভ দেববর্মণ
ইছাপুরে গানের কল আর দক্ষিণেশ্বরে কলের গান। যা লিখি তা আনন্দ পেতে। কবিতা হ'ল কি না পাঠকের বিচার্য্য। আনন্দ পেলে লিখেছি, লিখছি এবং লিখবো। এটুকুই ব্যাস, আর কী চাই!

