আলোর খবর

লেখক : মোমিন মেহেদী

অন্ধকারের দানবগুলো লাম্পট্যে দেশ গিলে খায়; দুর্নীতিতে সেরা
এদের ভয়াল থাবায় ছিল আতঙ্কিত মে’রা। আতঙ্কিত দেশ-জনপদ
মদের নেশায় মাতাল দেখে; শিক্ষালয়ে শিক্ষার্থী এখন বল কি আর শেখে!
খিস্তি দেওয়া, তা না হলে ড্রাগ নেওয়া কিংবা ‘লাগাতে’ থাকার রেওয়াজ।
কেওয়াজ শিখে অন্ধ রাতে; খুব দু’হাতে শাল্টে দিতে শিখছে তারা।
সংস্কারের গালগল্পে ফেরত আসে নতুন ফ্যাসিস্ট-সর্বহারা।
মুক্তি পেতে মরিয়ারা গুমরে কাঁদে আগের মতই; মধ্যিখানে বেকসুরে
খালাস পেয়ে আসছে ধেয়ে রাজনীতিতে তারকবাবু-এটিএমের দোসর-দালাল…
এরপরেও আলোর খবর এই হ’ল আজ জাতির কাছে, জাতি পাবে বাংলাদেশে
স্টারলিঙ্ক-তিনশূণ্য-পূণ্য ছাড়াই…


লেখক পরিচিতি : মোমিন মেহেদী
কবি মোমিন মেহেদী - ২৮ আগস্ট ১৯৮৫ জন্ম গ্রহণ করেন ময়মনসিংহে। পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে। কবি ওয়ান ইলেভেন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান। নতুনধারার রাজনীতিক হিসেবে বাংলাদেশের রাজনীতি সচেতন নাগরিকের কাছে তিনি পরিচিত মুখ। কবিতার সাথে সম্পর্ক শৈশব থেকেই। ১৯৯৫ সালে প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক ইত্তেফাকে। এরপর থেকে ক্রমশ এগিয়ে চলার ধারাবাহিকতায় উপন্যাস “ডিভোর্স”। শিশুদের জন্য "+ভূত – ভয়”, “কাকতাড়ুয়ার দেশে” প্রভৃতি। তাঁর প্রবন্ধের মধ্যে রয়েছে “সময়কথন”, “কালের কিংবদন্তি” প্রভৃতি। কাব্যগ্রন্থ “শকুনেরা উড়ছে”, “দেয়ালে টাঙানো রোদ”, “বৃত্ত ত্রিভুজ মিছিল”, “ভালোবাসা” সহ তাঁর ৬৭ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোমিন মেহেদী প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক, অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান, রাইটার্স ক্লাব-এর মহাসচিব, চেম্বার অব বিজনেস ঢাকার চেয়ারম্যান এবং সেভ দ্য রোড- এর প্রতিষ্ঠাতা হিসেবে সম্পৃক্ত থাকার পাশাপাশি রয়েছেন বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন