আমাদের পৃথিবী

লেখক : আবুল হাসান তুহিন

শান্তির বার্তা ছড়িয়ে দিলাম বিশ্বের দরবারে,
মানুষ যেন মানুষ হয় এই বিশ্ব চরাচরে।
জন্মের দায় করনি স্বীকার মানুষ এতই নির্বোধ,
সুন্দর এই পৃথিবীটা আজ থেকে মানুষের হোক।।

কোটি কোটি নক্ষত্রের মাঝে বাসযোগ্য গ্ৰহ,
দেশে দেশে হানাহানি কেন যুদ্ধ বিগ্রহ।
শুধু অর্থ ক্ষমতার লোভ কেন থাকে ঘিরে,
মৃত্যুর ওপার থেকে কেউ আসে না ফিরে।
অশান্তি পৃথিবী জুড়ে শুধু বাড়ছে দুর্ভোগ,
সুন্দর এই পৃথিবীটা আজ থেকে মানুষের হোক।।

চলছে লড়াই মরছে মানুষ ভাবছ হয়েছে জয়,
কি কল্যাণ এনেছ বয়ে শুধু হয় শক্তির ক্ষয়।
মানুষ মারার অস্ত্র কেন শেখাও বাঁচার মন্ত্র,
হিংসা-বিভেদ ভুলে সবাই আজ হব স্বতন্ত্র।
বাধাহীন ভাবে বাঁচুক সবাই মেলে দেখো চোখ,
সুন্দর এই পৃথিবীটা আজ থেকে মানুষের হোক।।


লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার ও নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।